ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চার দিনব্যাপী ‘মিরপুর মুক্তির উৎসব’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

‘স্বাধীনতাবিরোধীদের দম্ভ হবে শেষ, ৪০-এ বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে চার দিনব্যাপী ‘মিরপুর মুক্তির উৎসব’-এর আয়োজন করেছে মিরপুরের ৩২টি  সাংস্কৃতিক দল। মিরপুর ১০ নম্বর গোলচত্বর টাউন হল মাঠকে কেন্দ্র করে এ উৎসব চলবে মিরপুরের  আরো ১০টি স্থানে ।



উৎসবটি ২৮ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় কিংবদন্তি চত্বর থেকে একটি  আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে। শেষ হবে ৩১ জানুয়ারি।

মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সদস্যভুক্ত ১৪টি নাটকের দল,  ১৩টি সাংস্কৃতিক দল, ৩টি আবৃত্তি দল, ৩টি শিশু সংগঠন এবং এর বাইরে ৭টি একাডেমি ও সাংস্কৃতিক দলসহ দেশের আরো কিছু বিশিষ্ট সাংস্কৃতিক দল এ উৎসবে তাদের পরিবেশনা উপস্থাপন করবে।

উৎসবের অনুষ্ঠানমালায় থাকছে  মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, লাইট অ্যান্ড সাউন্ড শো, গণসঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘বাংলার শেষ রণাঙ্গন মিরপুরের ঐতিহ্য তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে এ উৎসবের মাধ্যমে। মিরপুরের পুরো অঞ্চলটিকে ১০টি ভাগে ভাগ করে আয়োজন করা হয়েছে বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানমালা। আমাদের ল্য, মিরপুরের ৪০ লাধিক মানুষের কাছে মিরপুর মুক্তির ঐতিহ্যের কথা তুলে ধরা। ’ আয়োজন সম্পর্কে সংগঠনের  সদস্য সচিব সগীর মোস্তফা এ সব কথা বলেন।

বাংলাদেশ সময় ০০১০, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।