ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

প্রধান চরিত্রে ক্রিকেটার পাইলট

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৫, জানুয়ারি ৩০, ২০১১

বিশ্বকাপ যতোই এগিয়ে আসছে সারাদেশ ততো আক্রান্ত হচ্ছে ক্রিকেট জ্বরে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এবার নির্মিত হয়ে ধারাবাহিক নাটক ‘মার ছক্কা’।

ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তারকা-ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

গোটা দেশ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে উন্মাতাল, এমন সময় ক্রিকেটপাগল একটি পরিবারে বিশেষ উদ্দেশ্য নিয়ে আগমন হয় আনাড়ি দুই ক্রিকেটারের । ব্যাস তারপর ক্রিকেট, রোমান্স আর কমেডিতে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো পরিবারের সদস্যরা। দুই আনাড়ি ক্রিকেটার যখন পৌছে যায় উদ্দেশ্য পূরণের কাছাকাছি, ঠিক তখনই সত্যিকারের ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট হাজির হয় দৃশ্যপটে। ঘটতে থাকে রোমাঞ্চকর ঘটনা। ধারাবাহিক নাটক ‘মার ছক্কা’-তে পাইলটসহ অভিনয় করেছেন সুমাইয়া শিমু, শাহেদ, বিদ্যা সিনহা মীম, শুভ, স্বাধীন খসরু, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ। ধারবাহিকটির প্রচার শুরু হচ্ছে আগামী ১ ফেব্র“য়ারি থেকে। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯ট ৩৫ মিনিটে নাটকটি দেখানো হবে চ্যানেল আইতে।

বাংলাদেশ সময় ২০২৫, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।