ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মারা গেলেন বন্ড-খ্যাত সুরকার জন ব্যারি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন খ্যাতিমান ব্রিটিশ সুরকার জন ব্যারি। যদিও তার বয়স হয়েছিল ৭৭ বছর, তবু তার এই হঠাৎ মৃত্যু শোকাভিভূত করে তুলেছে ভক্তদের।



ব্যারি নিউ ইয়র্কে মারা যান ৩০ জানুয়ারি।

নিজের কাজের স্বীকৃতি হিসেবে পাঁচবার অস্কার পেয়েছিলেন ব্যারি। বিশেষ করে, জেমস বন্ডের ছবিগুলোতে কাজ করে তিনি অর্জন করেন ব্যাপক খ্যাতি।

১৯৩৩ সালে ইয়র্ক শহরে জন্ম নেওয়া এই সুরকার প্রথম খ্যাতি অর্জন করেন সঙ্গীতদল ‘জন ব্যারি সেভেন’-এর নেতা হিসেবে।

জেমস বন্ড সিরিজের ১১টি ছবিতে সুরকারের কাজ করেছিলেন তিনি। এগুলোর ভেতর ‘গোল্ডফিঙ্গার’ এবং ‘ইউ অনলি লিভ টুয়াইস’ উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময় ১৮৫৫, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।