ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আজীবন সম্মাননা পেলেন ওস্তাদ সৈয়দ জাকির হোসেন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

আজীবন সম্মাননা পেলেন দেশের ঠুমরী, দাদরা ও গজল গায়কদের গুরু এবং শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা বর্ষীয়ান শিল্পী ওস্তাদ সৈয়দ জাকির হোসেন। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার ছায়ানট ভবন মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে গুণী এই ব্যক্তিত্বকে এই আজীবন সম্মাননা দেয়া হয়।



শরীফ ফাউন্ডেশনের সৌজন্যে ওস্তাদ সৈয়দ জাকির হোসেনকে আজীবন সম্মাননা প্রদান করে শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী । ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ছায়ানট ভবনে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের অর্থ সম্পাদক ঊষা রহমান। সম্মাননা সূচক পঁচিশ হাজার টাকার চেক তার হাতে তুলে দেন  শরীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ আশরাফুজ্জামান।

আজীবন সম্মাননা প্রাপ্তির পর অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েন ওস্তাদ সৈয়দ জাকির হোসেন। তিনি বলেন, জীবনের শেষপ্রান্তে এসে এমন একটি সম্মাননা পেয়ে অনেক ভালো লাগছে। সবার মাঝে নতুন করে ফিরে যেতে ইচ্ছে করছে। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি।

অনুষ্ঠান শুরু হয় ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ওস্তাদ সৈয়দ জাকির হোসেন সম্পর্কে সংপ্তি জীবনী তুলে ধরেন উষা রহমান। দেশের বিশিষ্ট নাট্যকার প্রয়াত সাঈদ আহমেদের স্ত্রী ওস্তাদ সৈয়দ জাকির হোসেনের হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন। সম্মাননা প্রদান পর্ব শেষে অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট তবলাবিদ ওস্তাদ মোহাম্মদ কামরুজ্জামান ও শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর অর্থ সম্পাদক ঊষা রহমান ।

ওস্তাদ সৈয়দ জাকির হোসেন এর মেয়ের জামাতা ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীসহ সঙ্গীতাঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৫৫০, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।