ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চলচ্চিত্রকার আলমগীর কুমকুম গুরুতর অসুস্থ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বরেণ্য চলচ্চিত্রকার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কুমকুম দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলেন। ১৫ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।



চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুম বর্তমানে বারডেম হাসপাতালের ১৩ তলার ১৩০৮ নম্বর কক্ষে ভর্তি হয়েছেন। তিনি ডায়াবেটিস, রক্তস্বল্পতাসহ নানাবিধ রোগে ভুগছেন। বিশেষজ্ঞ ডাক্তার সারোয়ার ইকবাল রয়েছেন তার চিকিৎসার দায়িত্বে।

আলমগীর কুমকুম পরিচালিত বিভিন্ন ছবির মধ্যে রয়েছে ‘স্মৃতিটুকু থাক’, ‘রাজবন্দী’,  ‘সোনার চেয়ে দামী’, ‘আমার জন্মভূমি’, ‘গুন্ডা’, ‘কাপুরুষ’, ‘কাবিন’, ‘রকি’ প্রভৃতি।

বাংলাদেশ সময় ০০১০, ফেব্রুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।