ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ভাষার মাসে উর্দু গান গেয়ে বিতর্কিত রুনা লায়লা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

খ্যাতিমান গায়িকা রুনা লায়লা বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী পর্বে উর্দু গান গেয়ে বিতর্কিত হয়েছেন। ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে রুনা লায়লার এই উর্দু গান পরিবেশনা নিয়ে জনমনে তৈরি হয়েছে বিস্ময়।

এ নিয়ে ফেসবুকসহ বিভিন্ন ব্লগে সাধারণ মানুষের নানারকম ক্ষুব্ধ মন্তব্য চোখে পড়ছে।

অনেকেই বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা যে বহু ভাষায় গান গাইতে পারদর্শী, তা নতুন করে প্রমাণের কিছু নেই। অন্যদিকে ভাষা আন্দোলনের মহান চেতনায় পালিত হয় পুরো ফেব্রুয়ারি মাস। সবারই জানা আছে যে, ১৯৫২ সালে মাতৃভাষা বাংলা কেড়ে নিয়ে আমাদের উপর কোন ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। রুনা লায়লারও বিষয়টি অজানা নয়। তাই শিল্পীর ভক্ত-অনুরাগীরাও বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে তার উর্দু গান পরিবেশন মেনে নিতে পারেননি। সঙ্গীতাঙ্গনেও তার এই উর্দুপ্রীতি নিয়ে সমালোচনা শোনা যাচ্ছে। ভাষার মাসে রুনা লায়লার মতো সিনিয়র শিল্পীর এই উর্দুগান পরিবেশন করায় বিস্মিত হয়েছেন আজকের প্রজন্মের সঙ্গীতশিল্পীরা।

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী পর্ব যদিও একটি আন্তর্জাতিক ইভেন্ট, তবু বাংলাদেশে এটি হওয়ায় এতে যুক্ত হয়েছে জাতীয় চেতনা। বলা হয়েছে ভাষার কথা, মুক্তিযুদ্ধের কথা। তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর কথা, স্বাধীনতার কথা। অনেকেই মনে করছেন, রুনা লায়লা এখানে উর্দু গান গেয়ে জাতীয় চেতনা পরিপন্থী কাজ করেছেন।

তবে প্রশ্ন হলো, তার এই উর্দু গান পরিবেশনার বিষয়টি বিসিবির অনুমোদন পেলো কী করে?  এ বিষয়ে অবশ্য বিসিবির কেউ দায়িত্ব নিতে রাজি নন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, রুনা লায়লা বা সাবিনা ইয়াসমিনের মতো নামি শিল্পীরা কে কোন গান গাইবেন তা বিসিবি তাদের ওপরই ছেড়ে দিয়েছিল। গান নির্বাচনের কাজটি তারাই করেছেন।

 
বাংলাদেশ সময় ২১৫৫, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।