ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

মালয়েশিয়ায় মোনালিসার বাগদান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, ফেব্রুয়ারি ২২, ২০১১

জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মোনালিসা। বর্তমানে তিনি মালয়েশিয়া অবস্থান করছেন।

মালয়েশিয়ায় যাওয়ার আগে মিডিয়ার কাছে তিনি বলে যান পরিবারের সঙ্গে বেড়াতে যাচ্ছেন। কিন্তু মোনালিসার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বিয়ের কথাবার্তা চুড়ান্ত করার জন্যই মায়ের সঙ্গে মোনালিসা বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

জনপ্রিয় সঙ্গীততারকা হাবিবের সঙ্গে মোনালিসা প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু গত বছরের মাঝামাঝিতে একজন ডিজের সঙ্গে হাবিবের ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে দুজনের সম্পর্কে চিড় ধরে। পরবর্তীতে উভয় পরিবার দুজনের সম্পর্ক ঠিকঠাক করার উদ্যোগ নিলেও মোনালিসার অনাগ্রহের কারণেই হাবিবের সঙ্গে সম্পর্কটি আর স্থায়ী রূপ পায় নি।

এদিকে একটি নাটকের শুটিংয়ে গিয়ে মোনালিসার সঙ্গে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী জনৈক বাংলাদেশী ধনাঢ্য ব্যবসায়ীর পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই ফোনে তাদের কথাবার্তা চলতে থাকে। প্রবাসী ধনাঢ্য ব্যবসায়ীর আমন্ত্রণেই মূলত মোনালিসা এবার সপরিবারে মালয়েশিয়া বেড়াতে গেছেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মালয়েশিয়ায় উক্ত ব্যবসায়ীর সঙ্গে মোনালিসার বিয়ের কথাবার্তা প্রায় পাকা হয়ে গেছে। চলতি সপ্তাহেই মালয়েশিয়ায় তাদের বাগদান হতে পারে।

বাংলাদেশ সময় ১৬৩০, ফেব্রুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।