ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সঙ্গীত পরিচালক আলম খানের গানের স্কুল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বরেণ্য সঙ্গীত পরিচালক আলম খান একটি গানের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। আধুনিক ও শাস্ত্রীয় সঙ্গীত শেখানোর প্রতি এতে বিশেষ জোর দেয়া হবে।



গানের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রসঙ্গে সঙ্গীত পরিচালক আলম খান বললেন, গানের সাথে জড়িত আছি অনেক বছর ধরে। সুর তৈরির খেলা খেলছি প্রতিদিন। এখন বয়স হয়েছে। আগের মতো আর কাজ করতে শরীরও সায় দিচ্ছে না। তাই ভাবছি এমন একটি ভালো উদ্যোগ নেওয়ার যাতে শেষ বয়সে সময়টা ভালো কাটে।

বেশ কয়েক বছর যাবত আলম খান গানের স্কুল চালু প্রতিষ্ঠার পরিকল্পনা করে আসছেন। তিনি জানান, এবছরই রাজধানীর মোহাম্মদপুরে স্কুলটি প্রতিষ্ঠিত করবেন। দেশের নানা অঞ্চলে নজরুল সঙ্গীত কিংবা রবীন্দ্র সঙ্গীতে শিা লাভ করার জন্য রয়েছে পর্যাপ্ত শিা প্রতিষ্ঠান, কিন্তু আধুনিক গান বা শাস্ত্রীয় সঙ্গীত শেখার জন্য কোনো শিা প্রতিষ্ঠান নেই। নিজের গড়ে তোলা গানের স্কুলে এই দুটি বিষয়ের উপর জোর দেয়া হবে বলে জানান আলম খান। শুধু তাই নয় একজন গীতিকবি হতে হলে এবং একজন সঙ্গীত পরিচালক হতে হলে তার মধ্যে কি কি গুণাবলী থাকা— জরুরী সেসব বিষয়েও গ্রুমিং করানো হবে এখানে, যাতে একজন গীতি কবি কিংবা একজন সঙ্গীত পরিচালক সংশ্লিষ্ট বিষয়টিকে পেশা হিসেবে নিতে পারেন।

আলম খান আরো জানান, এখনো তার সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম চুড়ান্ত করা হয়নি। তবে আনুষাঙ্গিক কাজ দ্রুত এগিয়ে চলছে।

বাংলাদেশ সময় ১৫১৫, ফেব্রুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।