ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

একসঙ্গে দুই সুন্দরী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, মার্চ ৩, ২০১১

দুই সুন্দরীই দুই ইভেন্টের খেতাব বিজয়ী। ২০০৭সালের গোয়ালিনী বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতার প্রথম রানার আপ অহনা।

মেহজাবিন ২০০৯ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টারের চ্যাম্পিয়ন। এই দুই সুন্দরী প্রথমবার অভিনয় করছেন একসঙ্গে একটি নাটকে।

গোলাম রিয়াদের রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় অহনা ও মেহজাবিন ‘হাসো আনলিমিটেড’ নামের একটি খন্ড নাটকে অভিনয় করবেন। আগামী ৬ ও ৭ মার্চ রাজধানীর উত্তরাতে এই নাটকের শুটিং হবে।

নাটকটিতে দেখা যাবে, অহনা ও মেহজাবিন খুব ভালো বন্ধু। তাদের বন্ধুত্বের একপর্যায়ে দুজনের পরিচয় হয় সিদ্দিকুর রহমান ও রাশেদ মামুনের সঙ্গে। এই পরিচয়ের পর পরই চারজনের মধ্যে তৈরি হয় ভুলবোঝাবুঝি । নানা হাস্যরসাত্মক ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটকে আরো অভিনয় করছেন মনির হোসেন, আরজুমান্দ আরা বকুল, মাহমুদ সানী, সায়েম, শাহরিয়ার বাঁধন প্রমুখ। তানহা প্রোডাকশনের ব্যানারে এ নাটকটি আগামী পহেলা বৈশাখে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নির্মিত হচ্ছে।

‘হাসো আনলিমিটেড’ নাটকে অভিনয় প্রসঙ্গে অহনা বলেন, বেশিরভাগ নাটকেই আমি সিরিয়াস চরিত্রে অভিনয় করেছি। এ নাটকে আমি চুমকি নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এখানে আমার চরিত্রটি খুব মজার। নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, পুরোপুরি কমেডি নির্ভর নাটকে এর আগে আমি অভিনয় করিনি। স্ক্রিপ্টটি আমার ভালো লেগেছে। আশা করছি, নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৩০, মার্চ ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।