ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

স্টার সিনেপ্লেক্সে নারীদের জন্য ‘মনপুরা’র বিশেষ শো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, মার্চ ৭, ২০১১

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ বছর নারী দিবসের শতবর্ষ উদযাপিত হতে যাচ্ছে।

নারী দিবসকে সামনে রেখে নারীর প্রতি সম্মান জানাতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এবার বিশেষ অফার ঘোষণা করেছে।

এ দিবসটি উপলক্ষে প্রত্যেক নারী দর্শক স্টার সিনেপ্লেক্স থেকে ১টি টিকেট কিনলে সাথে ১টি টিকেট ফ্রি পাবেন। এ অফার শুধু মাত্র এক দিনের জন্য প্রযোজ্য।

এই নারী দিবসে স্টার সিনেপ্লেক্সের আরেকটি ব্যতিক্রম আয়োজন থাকছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান উৎস দেশের গার্মেন্টস শিল্প। এই শিল্পে যাদের বিশেষ অবদান তারা গার্মেন্টস কর্মী, এই কর্মীদের জন্য স্টার সিনেপ্লেক্স বিনামূল্যে ’মনপুরা’ ছবিটির একটি শো আয়োজন করছে। শো শুরু হচ্ছে সকাল ১১টায়।

বাংলাদেশ সময় ১৯১০, মার্চ ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।