ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মুক্তিযুদ্ধের নাটক ‘স্বদেশপ্রেম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১১

একজন পঙ্গু মুক্তিযোদ্ধার জীবনযুদ্ধের গল্প নিয়ে নাটক ‘স্বদেশপ্রেম’। ।

  নাসিম সাহনিকের রচনায় ইমরান হোসেন ইমুর পরিচালনায় স্বাধীনতা দিবসকে সামনে এটি নির্মাণ করা হয়েছে।

নাটকের প্রধান চরিত্র পঙ্গু মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার। এতে দেখা যায়, বিদেশ থেকে গ্রামে আসে সুন্দরী ও বিত্তশালী তরুণী রুনা খান । তার দেশে আসার উদ্দেশ্য বাবার বন্ধু পঙ্গু মুক্তিযোদ্ধা কচি খন্দকারের সঙ্গে দেখা করা এবং যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে খোঁজখবর নেয়া। অন্যদিকে গ্রামের তিন বিপথগামী তরুণ ম ম মোর্শেদ , সুমন পাটোয়ারি এবং অভিদ রুনা খানকে বিয়ে করে বড় লোক হওয়ার ধান্দা করে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় রুনা খান নিজ উদ্যোগে এ তিন পথভ্রষ্ট তরুণকে সুপথে নিয়ে আসেন এবং তাদের কচি খন্দকারের মতো মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে লালন করতে উৎসাহিত করেন।

বাংলাদেশ সময় ১৭০৫, মার্চ ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।