ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

‘ঘাসিরাম কোতওয়াল’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, এপ্রিল ১৮, ২০১১

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন নাটক ‘ঘাসিরাম কোতওয়াল’। বিজয় টেন্ডুলকার রচিত এই মারাঠি নাটকটি পান্থ শাহরিয়ারের নির্দেশনায় আগামী ২১ এপিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যাশালায় মঞ্চস্থ হবে।



বিজয় টেন্ডুলকার রচিত মারাঠী নাটক ‘ঘাসিরাম কোতওয়াল’ নাটকটি বাংলায় অনুবাদ করেছেন প্রসূন মিত্র। ঘাসিরাম নামে এক ব্যাক্তি জীবিকা নির্বাহের জন্য গ্রাম থেকে পুনা শহরে আসে। শহরে এসে তার গোলাপী নামে এক নর্তকীর সহকারী হিসেবে সে কাজ শুরু করে। সেখানে ঘাসিরামের পরিচয় হয় নানা ফার্নাবিস নামের এক বিখ্যাত রাজনীতিবীদের সঙ্গে। পাল্টে যেতে শুরু করে ঘাসিরামের জীবন। এই গল্প নিয়েই নির্মিত হয়েছে নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন নাটক ‘ঘাসিরাম কোতওয়াল’।

বাংলাদেশ সময় ১৯৩০, এপ্রিল ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।