ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

একলা পাখি : হুমায়ূন আহমেদের নতুন ধারাবাহিক নাটক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, জুন ২০, ২০১১

জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘একলা পাখি’-এর প্রচার শুরু হচ্ছে চ্যানেল আইতে। ধারাবাহিকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।

ধারাবাহিকটি দেখা যাবে চ্যানেল আইতে ২৮ জুন থেকে প্রতি মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে।

ধারাবাহিক নাটক ‘একলা পাখি’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিশা, মীর সাব্বির, সোহানা সাবাহ, শামীম শাহেদ, শামিমা নাজনীন, মাসুদ আখন্দ, জুয়েল রানা, আল মামুন এবং প্রয়াত অভিনেতা চ্যালেঞ্জার সহ আরো অনেকে।

এতে দেখা যাবে, মাহফুজ (মীর সাব্বির) গ্রামের একজন পরোপকারী। তার স্বপ্ন একটি নাটক তৈরি করবে। নাটকটি তৈরির  জন্য সে সব ঠিকঠাকও করে ফেলে। নাটকের নায়িকা শহরের চিত্রা (তিশা)। এ নাটকের নায়কও আসবে শহর থেকে। এদিকে নাটকের নায়িকার থাকার ব্যবস্থা নিয়ে গ্রামে লেগে যায় গোলমাল। অনেকেই আগ্রহী হয়ে উঠে তাকে নিজের বাড়িতে রাখার জন্য। গ্রামের প্রভাবশালী কেউ কেউ নাটকে নায়ক হওয়ার আবদার জানায়। এভাবেই  মাহফুজের স্বপ্ন পূরণের পথে একের পর এক জটিলতা তৈরি হতে থাকে।      

বাংলাদেশ সময় ১৬৫৫, জুন ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।