ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রাশিয়ার কনসার্টে আঁখি আলমগীর

জামিল খান, মস্কো থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুন ২২, ২০১১

জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীর রাশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে একটি কনসার্টে পারফর্ম করছেন। রাশিয়ার বাংলাদেশি বিজনেসম্যান এ্যাসোসিয়েশন (আরবিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১১’ শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৪ জুন মস্কোর কারালেবসিস্ক মিলনায়তনে।

কনসার্টে আঁখি আলমগীরের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবেন ক্লোজআপ শিল্পী সাব্বির।

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১১’ উপলক্ষে রাশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠনটি সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রচারনার কাজও পুরোদমে এগিয়ে চলছে।

অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশি বিজনেসম্যান এ্যাসোসিয়েশন(আরবিসিসিআই)-এর সভাপতি ফিরোজ উল আলম খান বলেন,অনুষ্ঠানটি সফল করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সংগঠনের প্রতিটি সদস্য সর্বাত্মকভাবে সহযোগিতা  করছেন। তাছাড়া  মস্কোর প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকেও আমরা অনেক সাড়া পাচ্ছি। তিনি আশা প্রকাশ করে বলেন, এধরনের সাংস্কৃতিক উৎসব বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ আঁখি আলমগীরের কনসার্ট ছাড়াও আরও থাকছে বাংলাদেশি বিভিন্ন হস্তশিল্প ও ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী এবং স্থানীয় বাংলাদেশি শিশু-কিশোরদের সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।

কনসার্টের আয়োজক ‘আরবিসিসিআই’ ব্যবসায়ীদের সংগঠন হলেও  রাশিয়ায় বাংলাদেশি সংস্কৃতির প্রচার ও প্রসারে শুরু থেকেই কাজ করে চলেছে। সংগঠনটি এর আগে ২০০৭ ও ২০০৮ সালে মস্কোতে ‘বাংলাদেশ উৎসব’-এর আয়োজন করে।

বাংলাদেশ সময় ১৭১৫, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।