ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

মডেলিংয়ে মার্কস অলরাউন্ডার রথী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, জুন ২৩, ২০১১

প্রথমবারের মতো বিজ্ঞাপনের মডেল হচ্ছেন রিয়েলিটি শো  মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন রথী। সৌনিক মিত্রের নির্দেশনায় মার্সেল টেলিভিশন এবং মার্সেল মোবাইল ফোনের বিজ্ঞাপনে মডেল হওবার মধ্য দিয়ে রথীর অভিষেক হচ্ছে।



২৩ জুন কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বাংলানিউজকে রথী জানিয়েছেন, ২৪ ও ২৫ জুন কলকাতায় বিভিন্ন মনোরম লোকেশনে বিজ্ঞাপন দুটির শুটিং হচ্ছে।

প্রথমবারের মতো মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে রথী বলেন, আমার জীবনের প্রথম বিজ্ঞাপন ভারতের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতার হাতে হবে এটা কখনোই ভাবিনি। সত্যিই আমি এই মুহূর্তে অনেক আনন্দিত। দুটি বিজ্ঞাপনেরই গল্প অনেক সুন্দর। আশা করি দর্শকের তা ভালোলাগবে।

অবশ্য রথী শুধু বিজ্ঞাপনের কাজেই কলকাতা যাননি। তার অভিনীত প্রথম ছবি  ‘সীমারেখা’র কিছু অংশের শুটিংও হবে সেখানে। দেওয়ান নজরুল পরিচালিত এই ছবিটির শুটিং হবে আগামী ৩০ জুন থেকে কলকাতা, শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে।

সীমারেখা ছবিটিতে রথীর বিপরীতে অভিনয় করছেন ফাহিম চৌধুরী। এছবিতে বাংলাদেশ থেকে আরো অভিনয় করছেন ববিতা, অমল বোস, সিরাজুল ইসলাম, কাবিলা, দীপংকর দেসহ আরো অনেকে। এছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গান গেয়েছেন কনক চাঁপা, বেবী নাজনীন, সামিনা চৌধুরী, এস আই টুটুল, আগুন প্রমুখ।

বাংলাদেশ সময় ১৬৪৫, জুন ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।