জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত মালিকানাধীন দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে বিশেষ ‘পাঁচফোড়ন’।
ফাগুন অডিও ভিশনের একজন মুখপাত্র জানান, পাঁচফোড়নের প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢং ভিন্নরকম থাকে যেখানে নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম পরিবেশন করা হয়। এতে দর্শকরা যেমন একটি নাটকীয় গল্পের স্বাদ পান তেমনি অনুষ্ঠানও হয়ে উঠে বৈচিত্র্যময়”। তবে এবার সেক্ষেত্রেও বৈচিত্র্য আনা হচ্ছে। এবারের পাঁচফোড়নের পুরো অনুষ্ঠানই ছন্দে ছন্দে গাঁথা হয়েছে। উপস্থাপনায়ও রয়েছে ছন্দ এবং সুর। অনুষ্ঠানটি ছন্দেসুরে উপস্থাপনায় থাকবেন ‘ইত্যাদি’খ্যাত শিল্পী অর্জুন ও ক’জন যন্ত্রশিল্পী।
এবারের পাঁচফোড়নে দু’টি গান থাকছে। একটি গেয়েছেন হালের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক আরেফিন রুমী ও তার সাথে থাকবে শিল্পী খেয়া। গানটির কথা লিখেছেন অনুরূপ আইচ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন আরেফিন রুমী। ঢাকার বাইরে একটি মনোরম লোকেশানে গানটির চিত্রায়ন করা হয়েছে। নান্দনিক চিত্রায়ন ও শিল্পীদের চমৎকার অভিনয়ে সমৃদ্ধ গানটি দর্শকদের আনন্দ দেবে। চলছে বর্ষাকাল। আর এই বর্ষাবরণ উপলক্ষে এবারের পাঁচফোড়নে একটি জনপ্রিয় পুরানো বাংলা গানকে নতুন সঙ্গীতায়োজনে ভিন্ন আঙ্গিকে চিত্রায়ন করা হয়েছে। গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাকিলা জাফর। সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একটি ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী একজন ভিক্ষুকের নির্বাচনে অংশগ্রহণের উপর রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। এখন আমের মৌসুম-তাই সমসাময়িক বিষয় হিসাবে রংপুরের সুস্বাদু ও সুঘ্রানযুক্ত হাঁড়িভাঙ্গা আম নিয়ে রয়েছে তথ্যবহুল প্রতিবেদন। এছাড়াও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার একটি গ্রামের জামাইদের নিয়ে রয়েছে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন।
পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়ে পাঁচফোড়নে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক নাট্যাংশ থাকে। এবারও বৈশাখের উপর বেশ কটি ছন্দেগাঁথা নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন- ড. ইনামুল হক, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, কাজী আসাদ, সুব্রত, জিল্লুর রহমান, রতন খান, বিনয় ভদ্র, জ্যোতির্ময়, বিলু বড়–য়া, কিসলু, আনোয়ার শাহী, শামিম, নজরুল, মৌনতা, মতিউর রহমান মতি, বিষ্ণুপদ চৌধুরী, মুন্নি, মৌসুমী, মহসিন, কেশব, ফরিদসহ আরো অনেকে।
অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।