ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

রেনেসাঁর হারমোনিকা বাদক ডা. মাহবুব মোরশেদ আর নেই

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, জুলাই ১৩, ২০১১

ঢাকা: রেনেসাঁ ব্যান্ডের প্রবীণ হারমোনিকা বাদক ডা. মাহবুব মোরশেদ মুন্না আর নেই।   বুধবার ভোর ৬টায় তিনি তার ধানমন্ডির বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে.... রাজেউন)।


মৃত্যুকালে মুন্নার বয়স হয়েছিল ৪৯। তিনি পরিবারের সদস্য ছাড়াও অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।

গত বিশ বছর ধরে রেনেসাঁর হারমোনিকাবাদক ছিলেন তিনি। অংশ নিয়েছেন দেশ-বিদেশের বহু কনসার্টে। পেশাগত জীবনে একজন চিকিৎসক হিসেবে তিনি আইসিডিডিআরবি-তে কর্মরত ছিলেন।

ডা. মাহবুব মোরশেদ মুন্নার নামাজে জানাজা বাদ আসর ধানমণ্ডির সাত মসজিদ রোডের ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নামাজে জানাজা শেষে তাকে বনানী গোরস্তানে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।