আমাদের দেশে বর্তমানে সরকারী ও বেসরকারী নজরুল চর্চার অনেক প্রতিষ্ঠান এবং সংগঠন রয়েছে। প্রত্যেক সংগঠনের একটাই মূল প্রতিপাদ্য নজরুল চর্চার ক্ষেত্রটিকে আরও সমৃদ্ধ করা।
এ উপলক্ষে ১৩ জুলাই বুধবার সকালে ঢাকা রিপোর্টারস্ ইউনিটিতে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নজরুল চর্চার বিভিন্ন লক্ষ ও উদ্দেশ্য নিয়ে এ সংগঠনের সামনের দিনের পদক্ষেপ তুলে ধরা হয়।
গত ০২ জুলাই দেশের বিশিষ্ট নজরুল চর্চার গুনী কয়েকজন ব্যক্তিবর্গ নিয়ে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থাটি গঠন করা হয়। সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট দেশজুড়ে নজরুল সঙ্গীতের বরেণ্য শিল্পী খালেদ হোসেন এবং সাধারণ সম্পাদক খায়রুল আলম শাকিল। এছাড়া সংগঠনের কোষাদক্ষ পদে কমল, নির্বাহী সদস্য কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, সালাউদ্দিন আহমেদ, এয়াকুব আলী এবং উপদেষ্টা সুবীন দাস রয়েছেন।
নব্য গঠিত এই সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুল আলম শাকিল জানান, এই সংগঠনের কর্মপ্রেরণায় নজরুল চর্চার অন্যান্য সংগঠনগুলোর কর্ম আরও সমৃদ্ধ হবে।
এছাড়া সংগঠনটি বর্তমান তরুণ প্রজন্মের কাছে নজরুলকে সঠিকভাবে উপস্থাপন করার পাশাপাশি দেশবাসীর সমর্থন, ভালবাসা ও সহযোগীতা একান্তভাবে কামনা করেন।
বাংলাদেশ সময় ১২৩০, জুলাই ১৪, ২০১১