পথচলার ১৪ বছর পূর্ণ করে ১৫ বছরে পা রাখলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি।
রাত ১২টা ১ মিনিটে অতিথিদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন ড. মাহফুজুর রহমান। রাতেই এটিএন বাংলার স্টুডিওতে শুভেচ্ছা জানাতে আসেন অভিনেতা মামুনুর রশীদ, বাবুল আহমেদ, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, মনির খান শিমুল, শাহরিয়ার নাজিম জয়, ইমন, অভিনেত্রী বিপাশা হায়াত, নাদিয়া, শায়না আমিন, চলচ্চিত্র নির্মাতা নার্গিস আক্তার প্রমুখ।
১৫ বছরে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী এটিএন বাংলা কার্যালয়ে চলে অতিথিদের শুভেচ্ছা। মন্ত্রী, এমপি, রাজনীতিক, মিডিয়া ব্যক্তিত্ব, খেলোয়াড়, শিল্পী, কলাকুশলী, সংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে দেয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় এটিএন বাংলা। এটিএন বাংলার স্টুডিও থেকে কেক কাটা এবং অতিথিদের শুভেচ্ছা সরাসরি সম্প্রচার করা হয়।
প্রতিষ্ঠার ১৫ বছর উপলক্ষে এটিএন বাংলা প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা।
বাংলাদেশ সময় ১৫৩০, জুলাই ১৫, ২০১১