ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের সর্বশেষ একক অ্যালবাম বের হয়েছিল বছরখানেক আগে। অ্যালবামটি অডিও বাজারে ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেনি।
অডিও সার্কিটে বেবী নাজনীনকে গত প্রায় একবছর খুঁজে পাওয়া না গেলেও ব্যস্ত সময় কাটিয়েছেন দেশ-বিদেশের স্টেজ পারফরমেন্স নিয়ে। পাশাপাশি বেশ কিছু সিনেমায় প্লে-ব্যাকও করেছেন।
প্রায় চার বছর আগে ইবরার টিপুর সুর ও সঙ্গীত পরিচালনায় ‘শঙ্খ নদীর মাঝি’ নামে একটি একক অ্যালবাম বের হয়েছিলো বেবী নাজনীনের। অ্যালবামটির টাইটেল সঙসহ কয়েকটি গান পেয়েছিল শ্রোতাপ্রিয়তা। সেই সফলতার রেশ ধরেই ইবরার টিপুর সুর ও সঙ্গীত পরিচালনায় নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে অ্যালবামটির বেশিরভাগ গানেরই মিউজিক ট্র্যাক তৈরি হয়ে গেছে। ১০টি আধুনিক ও ফোক গান দিয়ে সাজানো হচ্ছে এ অ্যালবাম। রোমান্টিক-স্যাড রোমান্টিক ধাঁচের কথা থাকছে গানে।
নতুন একক অ্যালবাম প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ইবরার টিপু আমার একজন পছন্দের সংগীত পরিচালক। তাকে আমি একজন পরিপূর্ণ মিউজিশিয়ান মনে করি। অন্যদের চেয়ে টিপুর কাজ ভিন্নধর্মী। তার সুর-সংগীতায়োজনে এর আগেও আমি অনেক গান করেছি। সেই গানগুলো বেশ পছন্দ করেছিলেন শ্রোতারা। টিপুর সংগীতায়োজনে এবারের একক অ্যালবামের গানগুলোও আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।
আগামী ঈদ সামনে রেখেই বেবী নাজনীনের নতুন এই একক অ্যালবামটির কাজ চলছে।
বাংলাদেশ সময় ০১১৫, জুলাই ১৬, ২০১১