ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

উপহার আদায়ের জন্য পামেলার মামলা

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

বে-ওয়াচ তারকা পামেলা এন্ডারসন সম্প্রতি তার সাবেক প্রেমিক লরেন্স হেলিয়ারের বিরুদ্ধে উপহার দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে এক মিলিয়ন মার্কিন ডলারের মামলা দায়ের করেছেন। মার্কিন ধনকুবের হেলিয়ের লরেন্সের সঙ্গে ছিল তার দীর্ঘদিনের সম্পর্ক।

গতবছর তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। পামেলাকে লাসভেগাসে একটি ফ্ল্যাট উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রিয়াল এস্টেট ব্যবসায়ী লরেন্স। প্রতিশ্রুতি রক্ষা না করায় আদালতের স্মরণাপন্ন হয়েছেন পামেলা এন্ডারসন।

২০০৬ সালে লরেন্স হেলিয়ার তার বিলাসবহুল প্রজেক্ট ‘দ্য প্যানোরমা টাওয়ার্স’ অ্যাপার্টমেন্টের প্রচারণার জন্য পামেলার সাহায্য চান। এর বিনিময়ে পামেলাকে লাসভেগাসে একটি ফ্ল্যাট উপহার দিবেন বলে লরেন্স কথা দিয়েছিলেন। কিন্তু সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর বিষয়টি বেমালুম ভুলে যান লরেন্স হেলিয়ার। উপহার আদায়ের জন্য তাই লস অ্যাঞ্জেলেস আদালতে এক মিলিয়ন মার্কিন ডলার চেয়ে মামলা করেছেন পামেলা অ্যান্ডারসন।

এ বিষয়ে লরেন্স হেলিয়েরের বক্তব্য হলো, ‘দ্য প্যানোরমা টাওয়ার্স’ প্রজেক্টটির কাজ পিছিয়ে যাওয়ায় পামেলাকে এর প্রচারণার জন্য কোনো কাজই করতে হয় নি। কাজেই উপহার হিসেবে তার ফ্ল্যাট বা এক মিলিয়ন মার্কিন ডলার দাবি পুরোপুরি অযৌক্তিক। পামেলার দায়ের করা মামলার বিরুদ্ধে তিনি আদালতেই লড়বেন বলে জানিয়েছেন।

লরেন্সের মন্তব্যের পর পামেলা এন্ডারসনের নতুন দাবি, প্রজেক্টটির কাজ যদি পিছিয়ে যায় তাহলেও তাকে এক মিলিয়ন ডলার ক্যাশ দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন লরেন্স।  


সূত্র : ওয়েব

বাংলাদেশ সময় ২৩৪৫, জুলাই ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।