বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার ইতিহাসে জনপ্রিয়তার ধারাবাহিকতায় রেকর্ড সৃষ্টিকারী ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’-এর আগামী পর্ব সম্প্রতি ধারণ করা হয়েছে টাঙ্গাইলের ধনবাড়ির নওয়াব মঞ্জিলে।
বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, মিথ ও বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান ধারণ শুরু হয়েছে দীর্ঘদিন থেকেই। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠানটির আগামী পর্ব ধারণ করা হলো ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধনবাড়ির নওয়াব মঞ্জিলে। ধনবাড়ীতে ‘ইত্যাদি’ ধারণ উপলক্ষে স্থানীয় জনসাধারণের মাঝে এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল। কয়েক হাজার আমন্ত্রিত দর্শক ছাড়াও বাইরে রাস্তায়, বিভিন্ন গাছের ওপর ও আশপাশে কয়েক হাজার মানুষ ভ্যাপসা গরম ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে তাদের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র ধারণ উপভোগ করেন।
ধনবাড়ি ছাড়াও জামালপুর, মধুপুর, মুক্তাগাছা, ঘাটাইল, কালিহাতী থেকেও প্রচুর দর্শক অনুষ্ঠানটির শুটিং দেখতে আসেন। নওয়াব মঞ্জিলকে আলোকিত করার জন্য সাময়িকভাবে একটি আলাদা ট্রান্সফরমার বসানো হয়। বর্ণিল আলোয় ধনবাড়ি নওয়াব মঞ্জিল নতুন সাজে সেজেছিল।
ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় ‘ইত্যাদি’র আগামী পর্ব প্রচার হবে বিটিভিতে ২৯ জুলাই রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।
বাংলাদেশ সময় ১৭৩০, জুলাই ২২, ২০১১