বিশ্বনন্দিত ব্রিটিশ গায়িকা এমি ওয়াইনহাউস অসংখ্য ভক্তকে কাঁদিয়ে অসময়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। ২৩ জুলাই শনিবার গভীর রাতে এমিকে মৃত অবস্থায় পাওয়া যায় লন্ডনের ক্যামডিন স্কয়ারের নিজ বাসভবনে।
সোল-জ্যাজ গানের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া এমির অকাল মৃত্যুতে ওয়ার্ল্ড মিউজিকে নেমে এসেছে শোকের ছায়া। এমি ওয়াইনহাউস ২০০৬ সালেই গায়িকা হিসেবে লাইম লাইটে উঠে আসেন তার ‘ব্যাক টু ব্ল্যাক’ অ্যালবামের মাধ্যমে। সোল, জ্যাজ, রক এবং ক্লাসিক্যাল পপ গান দিয়ে সাজানো এ অ্যালবামটি সারা বিশ্বে ঝড় তোলে। অ্যালবামটি অর্জন করে পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড।
শুধু মিউজিক স্টার-ই নয়, স্টাইল আইকন হিসেবেও এমি লন্ডনে ছিলেন তুমুল জনপ্রিয়। তিনি শরীরের বিভিন্ন জায়গায় রঙচঙে ট্যাটু লাগিয়ে স্টেজ পারফর্ম করতেন। পরবর্তীতে লন্ডনের তরুণ-তরুণীদের মাঝে এ ধরনের ট্যাটু দারুণ জনপ্রিয়তা পায় । ব্যক্তিগত জীবনে একদমই বেপরোয়া ছিলেন এ গায়িকা। ড্রাগ, অ্যালকোহল এবং অবৈধ সম্পর্ক ছিল এমির নিত্যদিনের সঙ্গী।
মাত্রাতিরিক্ত ড্রাগস গ্রহণ এমির অকাল মৃত্যুবরণের কারণ হিসেবে মনে করছেন। আবার এমির ঘনিষ্ঠ কয়েকজনের ধারণা তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। একাধিক বয়ফ্রেন্ডের সঙ্গে রোমান্সে জড়িয়ে পড়ায় ঈর্ষার বশবর্তী হয়ে তাদেরই কেউ তাকে হত্যা করতে পারে বলে ধারণা এমির ঘনিষ্ঠজনদের। পুলিশ এমির মৃত্যুর কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।
বাংলাদেশ সময় ১৪১৫, জুলাই ২৪, ২০১১