ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

ছবির নাম ‘৬৯ পাতলা খান লেন’

জাবেদ ইকবাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, জুলাই ২৫, ২০১১

তরুণ নির্মাতা রাফায়েল আহসান পরিচালিত ছবি ‘৬৯, পাতলা খান লেন’।   ছবিটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে, শিগগির  শুরু হবে ডাবিংয়ের কাজ।

পুরান ঢাকার জীবন কাহিনী নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌটুসী বিশ্বাস, সহিদুল আলম সাচ্চু, প্রাণ রায়, উর্মি খান এবং অন্যান্য অনেকে। এরই মধ্যে এই ছবির একটি আইটেম গান ব্যাপক সাড়া ফেলেছে। আইটেম গানে অংশ নিয়েছেন আলিশা প্রধান ও প্রাণ রায়।

ছবিটির পরিচালক রাফায়েল আহসান বাংলানিউজকে জানিয়েছেন, ‘ছবির শুটিংয়ের কাজের আমরা ইতিমধ্যে শেষ করেছি। তিন-চারের দিনের মধ্যে আশা করছি ডাবিংয়ে যাব । ’

‘৬৯, পাতলা খান লেন’ ছবিতে শুরুতে ফেরদৌসের বিপরীতে বিন্দুর অভিনয় করার কথা ছিল । কিন্তু বিন্দুর সিডিউল সমস্যার কারণে পরবর্তীতে অভিনয় করেন মৌটুসী বিশ্বাস। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত `ব্যাচেলর` মৌটুসী অভিনীত প্রথম চলচ্চিত্র। এরপর আর কোনো ছবিতে তিনি কাজ করেননি। অনেকদিন পর আবার তাকে বড় পর্দায় দেখা যাবে। ছবিতে মৌটুসী ফেরদৌসের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।

চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে বলে পরিচালক সূত্রে জানা যায়। ছবিটির চিত্রগ্রহণ করেছেন মুম্বাইয়ের কার্তিক গনেশ। ছবির টাইটেল গানটি গেয়েছেন জনপ্রিয় গায়ক পারভেজ সাজ্জাদ এবং ছবির সঙ্গীত পরিচালনা করেছেন পৃথ্বীরাজ।       

বাংলাদেশ সময় ১৬০৫, জুলাই ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।