ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

৫৫০ পর্বে ‘আমার ছবি’ : অতিথি সুলতানা জামান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১১

চ্যানেল আইয়ের চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘আমার ছবি’ ৫৫০ পর্ব  প্রচার পূর্ণ করবে ২৭ জুলাই সোমবার।

বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে এটি একটি ভিন্ন মাত্রার অনুষ্ঠান।

শুধু চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠানের ক্ষেত্রেই নয়, সাপ্তাহিক অনুষ্ঠানের ক্ষেত্রেও ৫৫০ পর্বের মাইল ফলকে পদার্পণ দেশের টেলিভিশন মিডিয়ার উল্লেখযোগ্য একটি ঘটনা।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের কর্ম ও জীবন নিয়ে প্রামাণ্য বিনোদনমূলক এই অনুষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০০০ সালের ২ জানুয়ারি বাণিজ্য-সফল পরিচালক এ জে মিন্টুর সাক্ষাৎকার প্রচারের মধ্য দিয়ে। ২০১১ সালের জানুয়ারিতে ১১ বছরের সুদীর্ঘ পথ অতিক্রমের মাধ্যমে একযুগে পদার্পণ করে অনুষ্ঠানটি। এবার এটি পূর্ণ করতে চলেছে ৫৫০ পর্ব।

সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আজীবন সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম দিকের নায়িকা সুলতানা জামান থাকছেন ৫৫০তম পর্বের অতিথি হিসেবে। । ‘আমার ছবি’র উপস্থাপক শফিউজ্জামান খান লোদীর সাথে আলাপচারিতায় সুলতানা জামান তার সময়কাল নিয়ে নানা তথ্য তুলে ধরেছেন। তাকে নিয়ে নির্মিত হয়েছে ‘আমার ছবি’র দুটি পর্ব। অর্থাৎ ‘আমার ছবি’র ৫৫০ ও ৫৫১তম পর্বে তুলে ধরা হবে সুলতানা জামানের কর্ম ও জীবনের বিভিন্নদিক।

‘আমার ছবি’ অনুষ্ঠানটি বর্তমানে প্রতি বুধবার বিকাল ৪.০০টায় প্রচারিত হচ্ছে। ‘আমার ছবি’র পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনায় রয়েছেন শামীম আলম দীপেন ও শফিউজ্জামান খান লোদী। সম্পদনায় এ কে আজাদ। শফিউজ্জামান খান লোদীর উপস্থাপনায় ইমপ্রেস টেলিফিল্ম-এর পরিবেশনায় ‘আমার ছবি’ অনুষ্ঠানটি প্রযোজনা করছে ড্রীম মার্চেন্ট।

বাংলাদেশ সময় ২২৩৫, জুলাই ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।