অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’। একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম দ্বিতীয়বারের মতো উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন ।
বনানীর রেইন স্টুডিওতে চলছে ‘রঙিন দেবদাস’-এর শেষ অংশের ডাবিং। কিছুদিনের মধ্যেই ছবির রি-রেকর্ডিংয়ের কাজ শুরু হবে। উপমহাদেশের চলচ্চিত্রে দুই দুইবার ‘দেবদাস’ নির্মাণের গৌরব অর্জনকারী পরিচালক চাষী নজরুল ইসলাম প্রায় ৩০ বছর পর দ্বিতীয়বারের মতো ‘দেবদাস’ বানাচ্ছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। তারকাসমৃদ্ধ এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, খলিলুর রহমান কাদরী, মহম্মদ হান্নানসহ অনেকেই।
বাংলাদেশে প্রথম নির্মিত ‘দেবদাস’-এ অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ, কবরী, রহমান ও আনোয়ারাসহ অনেকেই। ‘দেবদাস’ মুক্তির বিষয়ে চাষী নজরুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। আশীর্বাদ চলচ্চিত্র থাকছে ছবিটির পরিবেশনায়।
বাংলাদেশ সময় ০১১৫, আগস্ট ০৩, ২০১১