তরুণ নির্মাতা রুবাইয়াত হোসেনের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত ছবি ‘মেহেরজান’। পরিবেশনা ও অন্যান্য জটিলতার কারণে দেশে এখন ছবিটির প্রদর্শনী বন্ধ রয়েছে।
গত সপ্তাহে আমেরিকার ক্যালিফোর্নিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা বিদেশি ছবি শাখায় পুরস্কার অর্জন করেছে ‘মেহেরজান’ ছবিটি। বাংলানিউজকে ই-মেইলে `মেহেরজান` ছবির পরিচালক রুবাইয়াত হোসেন পুরস্কার পাওয়ার খবর নিশ্চিত করেছেন।
ছবিটি উৎসবে নারী নির্মাতা, বেস্ট ন্যারেটিভ ফিচার, বেস্ট ড্রামা ফিচার, বেস্ট ফার্স্ট টাইম মুভি স্ক্রিপ্ট রাইটার, বেস্ট মুভি শট অন ৩৫ মিমি ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছিল।
গত ২২ জুলাই এ উৎসব শুরু হয়। গত ২৪ জুলাই উৎসবে ‘মেহেরজান’প্রদর্শিত হয়। রুবাইয়াত হোসেন জানিয়েছেন, আগামী ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসনে সাউথ এশিয়ান স্টাডিজের সম্মেলনে ‘মেহেরজান’ দেখানো হবে।
বাংলাদেশ সময় ১৫৪০, আগস্ট ০৩, ২০১১