ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ব্যান্ডের বাইরে কাজী শুভ

জাবেদ ইকবাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১

দূরবীন ব্যান্ডের সদস্যরা মূলত ব্যান্ডের বাইরে তেমন একটা গান পরিবেশন করেন না। তবে প্রথমবারের মত ব্যান্ডের বাইরে গান গাইলেন দূরবীন ব্যান্ডের রিদম গিটারিস্ট ও ভোকাল কাজী শুভ।

এর আগে একটি ছবির গানে গাইলেও অ্যালবামে এটাই প্রথম শুভর ব্যান্ডের বাইরে গান গাওয়া।

মন পাজঁর ও মনের আকাশ শিরোনামের এই গানটি দুটি লিখেছেন জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর এবং রবিউল ইসলাম জীবন। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে ইস্কাটনের একটি স্টডিওতে। তরুণ সঙ্গীত পরিচালক রাকিব মোসাব্বিরের সুর-সঙ্গীতে গান দুটি স্থান পাবে রাকিব ফিচারিং জানি তুমি অ্যালবামে। আসছে রোজার ঈদে লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হবে। অ্যালবামটিতে রাকিবের সুর -সঙ্গীতায়োজনে গান গাইছেন এক ঝাকঁ সম্ভবনাময়ী কন্ঠশিল্পী।

প্রথম ব্যান্ডের বাইরে গান গাওয়া প্রসঙ্গে কাজী শুভ বলেন, রাকিব খুব মেধাবী একটা ছেলে। এত অল্প বয়সে এমন মিউজিক খুব একটা দেখা যায় না। রাকিবের অনুরোধে এই অ্যালবামে কন্ঠ দেই, যাতে ছেলেটা কাজে আরও অনুপ্রেরণা পায়।
 
বাংলাদেশ সময় ১৩৪০, আগস্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।