ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

অবশেষে শুটিংয়ে শাবনূর

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৯, আগস্ট ৫, ২০১১

অবশেষে আত্মগোপন থেকে বেরিয়ে এসে জনপ্রিয় নায়িকা শাবনূর শুটিংয়ে যোগ দিয়েছেন।   ০৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে তিনি এফডিসিতে আসেন এবং  মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এমন তো প্রেম হয়’ ছবির শুটিংয়ে অংশ নেন।



শাবনূর কাউকে না জানিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে এলেও রহস্যজনক কারণে তিনি নিজেকে আত্মগোপন করে রাখেন। এমন কি চলচ্চিত্র সংশ্লিষ্ট কারো সঙ্গেই তিনি যোগাযোগ রাখেন নি। একাধিক ছবির শুটিংয়ের জন্য শাবনূর শিডিউল দিয়ে রাখলেও কারো সঙ্গে যোগাযোগ না করায় নির্মাতাদের মধ্যে তাকে নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়েছিল। ‘এমন তো প্রেম হয়’ ছবির শুটিংয়ে যোগ দেওয়ার মাধ্যমে নির্মাতাদের সেই অনিশ্চয়তা কাটালেন শাবনূর।

শাবনূরকে বৃহস্পতিবার দুপুরে এফডিসিতে দেখে অনেকেই চিনতে পারেন নি। কারণ অস্টেলিয়া থেকে অত্যাধিক মোটা হয়ে দেশে ফিরেছেন। তার এই শারীরিক পরিবর্তনের কারণে নির্মাতারা খানিকটা শঙ্কিত।

‘এমন তো প্রেম হয়’ ছবির পর  শাবনূর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভালোবাসা সেন্টমার্টিনে’ ছবির শুটিংয়ে অংশ নিবেন বলে জানা গেছে। এফডিসিতে এসে শুটিংয়ে যোগ দিলেও শাবনূর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হন নি।

বাংলাদেশ সময় ২৩৪৫, আগস্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।