ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

অপরাহ উইনফ্রে পাচ্ছেন বিশেষ অস্কার সম্মাননা

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, আগস্ট ৫, ২০১১

ওয়ার্ল্ড শোবিজের খ্যাতিমান তারকা অপরাহ উইনফ্রে এবার পেতে যাচ্ছেন বিশেষ অস্কার সম্মাননা। এই সম্মাননা অবশ্য তার বিখ্যাত ‘অপরাহ উইনফ্রে শো’-এর জন্য নয়।

অভিনয়ের জন্যই তিনি অস্কার প্রাপ্তির জন্য মনোনীত হয়েছেন। অপরাহ উইনফ্রের পাশাপাশি অভিনয়শিল্পী জেমস আর্ল জোনস এবং রূপসজ্জাশিল্পী ডিক স্মিথকেও তাদের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য অস্কার সম্মাননা প্রদান করা হবে।

oskarকিছুদিন আগে শেষ হয়ে গেছে বিশ্ব জুড়ে জনপ্রিয় ‘অপরাহ উইনফ্রে শো’। এটি অপরাহ উইনফ্রেকে সারাবিশ্বে সুপরিচিত করলেও অস্কার পাচ্ছেন তিনি অভিনয়ের জন্য। এই টক শোর আগে অল্প কিছু ছবিতে উইনফ্রে অভিনয় করেছেন। ১৯৮৫ সালে তিনি অভিনয় করেছেন ‘দ্য কালার পার্পল’ নামের একটি ছবিতে। এ ছবিতে অভিনয়ের জন্যই অপরাহ উইনফ্রে মনোনীত হয়েছেন অস্কারের সেরা পার্শ্ব-চরিত্র (নারী) ক্যাটগরির পুরস্কারের জন্য।

উইনফ্রের পাশাপাশি অভিনয়শিল্পী জেমস আর্ল জোনস ও রূপসজ্জাশিল্পী ডিক স্মিথকে তাদের সফল ক্যারিয়ারের জন্য অস্কার প্রদান করা হবে। ‘স্টার ওয়ারস’ ছবির জন্য জোনস সারাবিশ্বে সুপরিচিত। ডিকস্মিথ হলিউডে সুপরিচিত ‘দ্য গডফাদার অব মেকআপ’ নামে।

আগামী নভেম্বরে অপরাহ উইনফ্রে, জেমস আর্ল জোনস ও রূপসজ্জাশিল্পী ডিক স্মিথকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ অস্কার সম্মাননা প্রদান করা হবে।

বাংলাদেশ সময় ২১৩০, আগস্ট ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।