ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

ঈদে হুমায়ূন আহমেদের তিন নাটক চ্যানেল আইতে

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, আগস্ট ৭, ২০১১

আসন্ন ঈদে চ্যানেল আইতে থাকছে জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের তিনটি নাটক। এর মধ্যে তিনি নিজেই নির্মাণ করছেন দুটি এবং তারই কাহিনী অবলম্বনে মেহের আফরোজ শাওন নির্মাণ করছেন একটি নাটক।



‘নিশিকাব্য’ ও ‘রেলগাড়ি ঝমাঝম’ নামের এ দুটি নাটক নির্মাণ করছেন হুমায়ূন আহমেদ। মেহের আফরো শাওন নির্মিত নাটকের নাম ‘চৌধুরী খালেকুজ্জামানের বিশ্বরেকর্ড’।

‘নিশিকাব্য’ নাটকে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আহমেদ রুবেল, মেহের আফরোজ শাওন, শাহরিয়ার নাজিম জয়, আমব্রিন, হুমায়ূন আহমেদ পুত্র নিনিত  প্রমুখ। ‘রেলগাড়ি ঝমাঝম’ নাটকটির এখনও শুটিং শুরু হয়নি। শাওন নির্মিত নাটকে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ফারুক আহমেদ, জুয়েল রানা, মাসুদ আখন্দ, শমীম শাহেদ, লাক্স-চ্যানেল আই সুপারস্টার উর্মিলা প্রমুখ। এছাড়া এ গুণী সাহিত্যিকের আরও তিনটি নাটক ঈদে প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেলে।

বাংলাদেশ সময় ১০৩০, আগস্ট ০৭, ২০০১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।