ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

জি-সিরিজ ও অগ্নিবীণার ঈদ স্পেশাল অ্যালবাম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

এবারের ঈদে অডিও প্রযোজনা সংস্থা জি-সিরিজ ও অগ্নিবীণার ব্যানারে ২৫টি অ্যালবাম বাজারে আসছে। এর মধ্যে নবীণ ও তরুণ শিল্পীদের অ্যালবামের সংখ্যাই বেশি।

পাশাপাশি রয়েছে কয়েকটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের অ্যালবাম। তারকা শিল্পীদের মধ্যে জি-সিরিজ থেকে বের হচ্ছে তৌসিফ ও মিলন মাহমুদের একক অ্যালবাম। এছাড়াও জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদের সঙ্গীতায়োজনে বের হচ্ছে একটি অ্যালবাম।

এই সময়ের তরুণ শ্রোতাদের কাছে সঙ্গীতশিল্পী তৌসিফ বেশ জনপ্রিয়। অগ্নিবীণা থেকে ঈদ উপলক্ষে বের হয়েছে তৌসিফের ৫ম একক অ্যালবাম ‘অনিদ্রা’। অ্যালবামটিতে অতিথি শিল্পী হিসেবে একটি গানে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি। মিলন মাহমুদের একক অ্যালবামটির নাম ‘স্বপ্নডানায়’। জি-সিরিজের ব্যানারে ঈদ উপলক্ষে বের হওয়া একক অ্যালবামের তালিকায় রয়েছে- আতিকের ‘আপন করে নে’, মিনারের ‘আড়ি’, শীতলের ‘কোথায় পাবো তারে’, ডাঃ নাজনীন নিজাম নীলার ‘স্বপ্নহারা’, লিমনের ‘হয়তো আমি’, রাহাতের ‘স্বপ্নগুরু’, সামিরের ‘ফিউসড’, হানিফ হাসানের ‘প্রতীক্ষার গান’, সুজনের ‘চলো মন’ প্রভৃতি।

ঈদ উপলক্ষে জি-সিরিজ থেকে বের হওয়া ব্যান্ডের অ্যালবামের মধ্যে রয়েছে নেচার এন্ড আদারসের ‘সেলফ টাইটেল’, স্বারক ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘রাতের আঁধার’ ও ঘুড্ডি ব্যান্ডের ‘নাটাই’। এছাড়াও এই ব্যানার থেকে বের হয়েছে ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘মেটাল ডমিনেশন’ ও রক ব্যান্ড মিক্সড ডাবল অ্যালবাম।

প্রিন্স মাহমুদের আয়োজনে জি-সিরিজ থেকে বের হয়েছে  মিক্সড অ্যালবাম ‘নির্বাচিতা’। এতে রয়েছে মাহাদী, এলিটা, আরেফিন রুমি, বাপ্পা মজুমদার, কনা, ফাহমিদা নবী, শফিক তুহিন, পারভেজ ও প্রিয়াঙ্কা গোপ গাওয়া গান। সবগুলো গানের কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ নিজেই। এছাড়াও নবীন শিল্পীদের নিয়ে জি-সিরিজ থেকে বের হয়েছে দুটি মিক্সড অ্যালবাম ‘তোমার অপেক্ষায়’ ও ‘মনের কথা’।

জি-সিরিজ থেকে এবার বের হয়েছে ব্যতিক্রমী অ্যালবাম ‘সন্ধি ফিচারিং ভালবাসি তোমাকে’। নির্বাচিত কিছু প্রেমপত্রের সঙ্গে গানের সমন্বয়ে এটি একটি মিক্সড অ্যালবাম।

 

বাংলাদেশ সময় ১৫৪৫, আগস্ট ২৩,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।