দেশের অডিও শিল্পের সেই সোনালি দিন এখন আর নেই। পাইরেসি, ইন্টারনেটে অবাধ ডাউনলোড, তারকা শিল্পীদের অনুপস্থিতি প্রভৃতি নানা কারণেই অডিও বাজার আজ বিপর্যস্ত।
এবারের ঈদকে সামনে রেখে এরই মধ্যে বেশ জমে উঠেছে অডিও বাজার। বাজারে আসতে শুরু করেছে ঈদ উপলক্ষে বের হওয়া অডিও অ্যালবামগুলো। এবার তারকাশিল্পীদের একক অ্যালবাম আসছে খুব কম। তবে জনপ্রিয় শিল্পীদের গাওয়া গান নিয়ে বের হচ্ছে বেশ কিছু মিক্সড অ্যালবাম। একক অ্যালবাম বেশি আসছে নবীন শিল্পীদের।
এবারের ঈদে আয়োজন সম্পর্কে জি-সিরিজের স্বত্ত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া খালেদ জানান, `পাইরেসির ভয়ে এখন নতুন অ্যালবাম রিলিজ দিতে অন্য প্রযোজকদের মতো আমিও ভয় পাই। একটি অ্যালবাম প্রকাশের পেছনে অনেক অর্থ ও শ্রম ব্যয় করতে হয়। কিন্তু পাইরেসির কারণে অ্যালবামের খরচও উঠে আসে না। এতে আমাদে র অনেক লোকসান গুনতে হয়। এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য সরকারের প্রতি আমরা বারবার আবেদন জানালেও কোনো লাভ হচ্ছে না। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে হারিয়ে যাবে অডিও শিল্প।
দেশের অন্যতম শীর্ষ অডিও প্রতিষ্ঠান সাউন্ডটেক গত কয়েক বছর ধরে জনপ্রিয় শিল্পীদের অ্যালবাম প্রকাশ থেকে বিরত আছে। এ বছরও দেখা যাচ্ছে একই চিত্র। এ প্রসঙ্গে সাউন্ডটেকের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ বাবুল বলেন, এখন আর আগের মতো ব্যবসা না থাকায় নতুন অ্যালবাম প্রকাশ করতে বড্ড ভয় পাই। তবে নতুন অনেক শিল্পীর অ্যালবাম প্রকাশ হচ্ছে। সব প্রতিষ্ঠানই এখন জনপ্রিয় শিল্পীদের অ্যালবামের তুলনায় নতুন শিল্পীর অ্যালবাম বেশি প্রকাশ করে। অবশ্য এটা সত্যি যে, জনপ্রিয় শিল্পীদের পুরনো গানের চাহিদা অনেক বেশি। এ কারণেই হয়তো তাদের অ্যালবামগুলো পাইরেসি হয়ে যায় অল্প সময়েই। এ অবস্থা চলতে থাকলে শিগগিরই আমাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।
পাইরেসির ভয়ে এখন শিল্পীরাও নতুন এক পন্থা বেছে নিয়েছেন। তারা তাদের নতুন গান প্রকাশ করছেন মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর সহায়তা নিয়ে। এতে পাইরেসির ভয় অনেকটা কম হয় বলে তাদের দাবি। সম্প্রতি কুমার বিশ্বজিতের গাওয়া ৪০টি পুরনো গান নিয়ে চারটি অ্যালবাম মুঠোফোনে ছেড়েছে গ্রামীণফোন। এগুলোর নাম রাখা হয়েছে `মেঘের পালকী`, `একটা আকাশ`, `স্বপ্নের আনা-গোনা` ও `প্রেমের আবাস`। এছাড়া মাইলস, ওয়ারফেজ, হাবিব, তৌসিফ, অর্থহীন, মিনারসহ বেশ কয়েকজন শিল্পী ও ব্যান্ডের গান প্রকাশ হয়েছে মোবাইল ফোনে। পাইরেসিকে এই উদ্যোগের মাধ্যমে ঠেকানো সম্ভব হলেও শ্রোতাদের প্রিয় শিল্পীর গান শুনতে গুনতে হচ্ছে টাকা। মোবাইল প্রতিষ্ঠানগুলো নিজেদের গ্রাহকদেরই শুধু নতুন গান শোনার সূযোগ দেওয়ায় গানগুলো সব শ্রোতা শুনতে পারছেন না। এতে নতুন বের হওয়া গানের জনপ্রিয়তা পেতে দীর্ঘ সময় নিচ্ছে। পরবর্তীতে অবশ্য এসব গান সিডি আকারে বের হচ্ছে। এ প্রসঙ্গে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও গানচিলের প্রতিষ্ঠাতা কুমার বিশ্বজিৎ বলেন, মোবাইল প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতায় অডিও অ্যালবাম প্রকাশের ফলে লোকসানের আশঙ্কা অনেক কম থাকে। যদিও শ্রোতাদের হাতের নাগালে গানগুলো আসতে একটু সময় নেয়। তারপরও এ পদ্ধতিকে আমরা শিল্পীরা সাধুবাদ জানাই। অডিও শিল্পের এখন যে অবস্থা তা থেকে রক্ষা পেতেই এই ব্যবস্থ অবলম্বন করতে হচ্ছে আমাদের।
এবারের ঈদ উপলক্ষে ডেডলাইন মিউজিক এনেছে হাবিব, ওয়ারফেজ ও অর্থহীনের ফোক গানের মিশ্র অ্যালবাম `সমর্পন`। এতে তারা গেয়েছেন ফকির লালন সাঁই, হাছন রাজা ও বাউল শাহ আবদুল করিমের কিছু গান। এ প্রতিষ্ঠানটি ঈদ উপলক্ষে আরও এনেছে কনার নতুন একক ‘সিম্পলি কণা’। সংগীতা থেকে বেরিয়েছে আরফিন রুমীর একক `ভালোবাসি তোমায়`। সঙ্গীতার ব্যানারে আরো এসেছে মমতাজের একক অ্যালবাম তাল পুকুর’ ও ‘রসিয়া বন্ধু’, বারী সিদ্দিকীর একক ‘দুঃখ দিলে দুঃখ পাবি’,ও চলচ্চিত্রের গানের অ্যালবাম ‘খুঁটি’।
ক্লোজআপ ওয়ান শিল্পী মুহিনের তৃতীয় একক ‘ঘুম আসে না’ বাজারে এসেছে জি-সিরিজ থেকে এতে প্রথমবারের মতো নিজের লেখা ও সুর করা একটি গান রেখেছেন তিনি। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার আরেক শিল্পী আতিকের প্রথম একক প্রকাশ হয়েছে এ ঈদে। এর নাম ‘আপন করে নে’। ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এছাড়াও এ প্রতিষ্ঠান থেকে ক্লোজআপ ওয়ান শিল্পী প্রয়াত আবিদের রবীন্দ্রসঙ্গীতের একক `নব আনন্দে জাগো` প্রকাশের কথা রয়েছে। এতে আবিদের সঙ্গে একটি করে গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও এলিটা।
সুর দরিয়া এপার ওপার প্রতিযোগিতার শিল্পী মনিরের প্রথম একক দেহতরী প্রকাশিত হয়েছে এই ঈদে। আটটি লোকজ সুরের গান নিয়ে সাজানো অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন। ফাহিম মিউজিক থেকে বের হয়েছে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার শিল্পী রাশেদের একক অ্যালবাম `সোনা বন্ধে`।
বাপ্পা মজুমদার, হাবিব, বালাম, ফুয়াদ ও হৃদয় খানের মতো সঙ্গীতায়োজন করে এরই মধ্যে সবার মন জয় করে নিয়েছেন গানের ক্ষুদে দুই কারিগর মিনার রহমান ও প্রত্যয় খান। স্কুলজীবন থেকেই লেখালেখি করে অবসর সময় কাটাতেন মিনার। ক্লাসের ফাঁকে ফাঁকে উন্মাদ পত্রিকার সঙ্গে যুক্ত হন। এভাবেই শুরু তার পথচলা। ২০০৭ সালে জি-সিরিজ থেকে প্রকাশ হয় তার লেখা ও সুর করা প্রথম একক `ডানপিটে`। এটি প্রকাশের কয়েকদিনের মধ্যে মিনার বনে যান নতুন প্রজন্মের নয়নমণি। তার অ্যালবামটির সঙ্গীতায়োজন করেন ব্যান্ড তারকা তাহসান। পরে সঙ্গীতাঙ্গনের অনেকের উৎসাহে মিনার নিজের ঘরে গড়ে তোলেন স্টুডিও। এখন নিজের গানের পাশাপাশি অন্যের গাওয়ার গানের সঙ্গীতায়োজনও করছেন তিনি। এবারের ঈদ উপলক্ষে বাজারে এসেছে মিনার রহমানের দ্বিতীয় একক ‘আড়ি’। গানগুলোর কথা ও সুর করেছেন মিনার। সব গানের সঙ্গীতায়োজন করেছেন তাহসান। এটি প্রকাশ করেছে জি-সিরিজ।
বাবা রিপন খান ও ভাই হৃদয় খানের সঙ্গে খেলার ছলে সঙ্গীতকে কাছে টেনে নেয় প্রত্যয় খান। বাবার স্টুডিওতে বসে টুকটাক করে বাজাতে শেখা প্রত্যয় তৈরি করেন নতুন নতুন সুর। সেই থেকে শুরু হয় সঙ্গীতাঙ্গনে প্রত্যয়ের পথচলা। দীর্ঘদিন থেকেই এফএম রেডিওতে ক্ষণে ক্ষণে শোনা যায় মিনারের ‘নীল’ ও প্রত্যয়ের ‘মেঘ ছুঁয়ে রাতের আকাশ’ গানটি। অ্যালবামে প্রকাশের আগেই গান দুটি সমান জনপ্রিয়তা পায় শ্রোতামহলে। এ ঈদে প্রকাশ হয়েছে প্রত্যয়ের প্রথম অ্যালবাম ‘প্রত্যয় খানস মিক্সড এফএনএফ। এতে প্রত্যয়ের পাশাপাশি গেয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার শিল্পী ইমরান, ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার শিল্পী নওমি, অমিদ, প্রমা ও প্রমিতি। সব গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় খান। এটি বাজারে এনেছে লেজার ভিশন।
অভিনয়শিল্পী তারিনের একক ‘আকাশ দেব কাকে’ বের হচ্ছে এ ঈদে। এছাড়া `ডুবসাঁতার` ছবিতে জয়া আহসানের গাওয়া গান নিয়ে বেরিয়েছে একটি মিশ্র অ্যালবাম। অভিনেতা শামীম জামানের প্রথম একক `একটা চিঠি` বের হয়েছে লেজার ভিশন থেকে।
লেজার ভিশন প্রকাশ করছে আহমেদ রাজীবের সুর-সঙ্গীতে মিশ্র অ্যালবাম `মেঘ` (বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, ন্যান্সি, কানিজ সুবর্ণা, কনা, পারভেজ, আহমেদ রাজীব ও নীলা নাজ), তমালের একক ‘বারো মাস’ এবং রুমেল খান`র এর একক অডিও অ্যালবাম `মেয়ে তুমি`,।
জি-সিরিজ বের করছে প্রিন্স মাহমুদের সুর-সঙ্গীতে মিশ্র অ্যালবাম ‘নির্বাচিতা’। মাহাদী, এলিটা, আরেফিন রুমী, বাপ্পা মজুমদার, কণা, রুমী, ফাহমিদা নবী, শফিক তুহিন, পারভেজ ও প্রিয়াঙ্কা গোপ`, ক্লোজআপ ওয়ান শিল্পী আতিকের প্রথম একক `আপন করে নে`, তৌসিফের পঞ্চম একক `অনিদ্রা`, মিনার রহমানের দ্বিতীয় একক `আড়ি`, ঘুড্ডি ব্যান্ডের অ্যালবাম `নাটাই`, নীলা নাজের একক `নীলান্তর`, মিলন মাহমুদের একক `স্বপ্নডানায়`, লিমনের একক অ্যালবাম `হয়তো আমি`।
বাংলাদেশ সময় ০০১৫, আগস্ট ২৫, ২০১০