প্রতি বছর ঈদ উৎসবে বাড়তি আনন্দ নিয়ে আসে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় বিনোদন মূলক এ অনুষ্ঠানটি জমকালো আয়োজন ও চমকানো সব বিষয় নিয়ে এবারও বিটিভিতে প্রচার হবে ঈদের পর দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
গত কয়েক ঈদের মতো এবারও একটি বিশাল সেটে প্রায় কয়েক হাজার দর্শক এবং শত শত শিল্পীর অংশগ্রহণে ধারণ করা হয় ‘ইত্যাদি’। মিরপুর ইনডোর স্টেডিয়ামের এক প্রান্ত থেকে অপর প্রান্তজুড়ে এ সেটটি নির্মাণ করা হয়। বর্ণাঢ্য এ আয়োজনে পুরো অনুষ্ঠানটিতে এক উৎসবের আমেজ তৈরি হয়েছিল। এই বিশাল আয়োজন দেখে উপস্থিত দর্শকরা যেমন অবাক হয়েছেন, তেমনি হয়েছেন মুগ্ধ।
বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ শুরু করা হয়েছে সেই একই গান দিয়ে- ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’। গান এক হলেও প্রতিবারের মতো এবারও রয়েছে এর চিত্রায়ণে বৈচিত্র্য। প্রতি ঈদের মতো এবারও রয়েছে বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া দেশাত্মবোধক গান। পরিবেশ নিয়ে উদ্বেগ এখন সারা বিশ্বের। উদ্বেগ আমাদেরও। তাই আমরা চাই দূষণমুক্ত পরিবেশ। এই বিষয়ের ওপর গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রুপু। গানটির চিত্রায়ণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে অংশ নিয়েছে তিন শতাধিক শিল্পী। গানটি চিত্রায়ণের সময় উপস্থিত দর্শকদের মধ্যে বিতরণ করা হয় প্রায় চার হাজার গাছের চারা।
ঈদের ‘ইত্যাদি’র আর একটি পর্বে রয়েছে অত্যন্ত জনপ্রিয় ৭ জন তারকাকে নিয়ে একটি বিশেষ মিউজিক্যাল ড্রামা। ঈদের কেনাকাটা নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, ঈদের কেনাকাটার রুচি নিয়ে তৈরি এ মিউজিক্যাল ড্রামায় অংশগ্রহণ করেছেন জনপ্রিয় টিভি তারকা মীর সাব্বির, মম, দীপা খোন্দকার, রোজী সিদ্দিকী, হোমায়রা হিমু, স্বাগতা ও আলভী।
ঈদের ‘ইত্যাদি’তে সব সময়ই একটি বিশেষ নাচ থাকে এবং প্রতিবারই চেষ্টা করা হয় এ নাচটির মিউজিক, নাচের মুদ্রা, বিষয় এবং চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবারের ঈদে ‘ইত্যাদি’র নাচের অন্যতম চমক হিসেবে থাকবে কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী বাংলাদেশের মুন্সীগঞ্জের মেয়ে ঋতুপর্ণা সেনগুপ্তা আর ফেরদৌসের উপস্থিতি। সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করছেন রংপুরের ‘চাকা’ দলের একদল নৃত্যশিল্পী। যাদের নৃত্যছন্দ মুগ্ধ করেছে গ্যালারির হাজার হাজার দর্শককে। এবারের মিউজিক কম্পোজিশনে আধুনিক, ক্লাসিকাল, ফোক ও অ্যারাবিয়ান সবকিছু মিলিয়ে এক ধরনের ফিউশন তৈরা করা হয়েছে। মিউজিক করেছেন মেহেদী। নেপথ্য কণ্ঠ দিয়েছেন আরফীন রুমী ও রিয়াদ। ঈদের ‘ইত্যাদি’র আর একটি পর্বে রয়েছে বিয়ে নিয়ে ৪ মিনিটের একটি নাট্যাংশ। ব্যতিক্রমী এ নাট্যাংশে অংশ নিয়েছেন ডলি জহুর, দিতি, আজিজুল হাকিম, নীরব ও সারিকা। এর মধ্য থেকে উঠে এসেছে বর্তমানে আমাদের দেশের কিছু ছেলেমেয়ের বেপরোয়া চালচলন এবং কিছু অভিভাবকের কাণ্ডজ্ঞানহীন আচরণ।
প্রতি ঈদের মতো এবারও রয়েছে ব্যাপক আয়োজনে বিষয়ভিত্তিক দলীয় সংগীত। এবারের দলীয় সংগীতটিতে তিনটি বিষয় উঠে এসেছে। এছাড়াও এ সংগীতটির মধ্যে আমাদের ফোক এবং মডার্ন এই দুই ধরনের গানকে একত্রিত করা হয় সুরে ও কম্পোজিশনে। এবার এ পর্বে অংশগ্রহণ করেছেন নবেল, তারিন, মোনালিসা ও ইমন। তাদের সঙ্গে ছিলেন যথারীতি ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা। ‘ইত্যাদি’র প্রতি ঈদ অনুষ্ঠানেই বিদেশিদের নিয়ে একটি মজার পর্ব থাকে। এবারও রয়েছে তেমনি একটি পর্ব। যেখানে প্রায় ৫০ জন বিদেশি নাগরিক অংশগ্রহণ করেছেন। ঈদে বাড়ি যাওয়া নিয়ে রয়েছে একটি বিষয়ভিত্তিক গান। পরিবেশন করেছে ‘ইত্যাদি’র নতুন আবিষ্কার অর্জুন। যিনি তার ভিন্নধর্মী গায়কীর মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রতিবারই ‘ইত্যাদি’র দর্শক নির্বাচন প্রক্রিয়া থাকে ভিন্নরকম। এবারও তার ব্যতিক্রম হয়নি। হাজার হাজার দর্শকের মাঝখান থেকে চারজন দর্শককে নির্বাচন করা হয়।
দর্শকদের নিয়ে করা একটি মজার পর্বে অংশগ্রহণ করেছেন কণ্ঠশিল্পী আগুন, অভিনেতা আনিসুর রহমান মিলন, মডেল ও অভিনেত্রী মুনমুন ও মীম। মামার মানা সত্ত্বেও এবার ঈদেও মওসুমী ব্যবসায়ী ভাগ্নে ছোটপর্দার জন্য একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছে। আর ওদিকে নানী-নাতিকে এবার দেখা যাবে স্টুডিওতে দর্শকদের সামনে একদল নৃত্যশিল্পীর সঙ্গে। এখানে নাতি কি করছে? ভাগ্নে ও নাতিকে নিয়ে এ প্রশ্নের উত্তর জানতে হলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এছাড়া ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রূপাত্মক রসালো নাট্যাংশ রয়েছে। মূল্য হ্রাসের ফাঁকি, ফ্যাশন হাউজ, বিলাসিতার নতুন ধরন, অনুষ্ঠান দেখানোর নতুন পদ্ধতি, অভিনেতার রেকর্ড-দর্শকের ক্ষোভ, শিল্পীর গান ও দর্শকের প্রতিক্রিয়া, সংবাদ পাঠকের ভবিষ্যৎ রূপসহ বিভিন্ন বিষয়ে আরও কয়েকটি নাট্যাংশ রয়েছে।
ঈদ ‘ইত্যাদি’র উল্লেখযোগ্য শিল্পীরা হলেন নাজমুল হুদা বাচ্চু, ফখরুল হাসান বৈরাগী, আবদুল আজিজ, সোলায়মান খোকা, মহিউদ্দিন বাহার, আবদুল কাদের, আফজাল শরীফ, সাজু খাদেম, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, ফারুক আহমেদ, জিল্লুর রহমান, সুব্রত, বিনয় ভদ্র, কিসলু, টুটু, কাজী আসাদ, তরু মোস্তফা, আমিন আজাদ, বিলু বড়ুয়া, মৌনতা, শামীম, রুমি, নজরুল, রতন খান, ফরিদ, রবিন, কেশব, নিসা, জ্যোতির্ময়, মতি, অপু, আনোয়ার শাহী, সঞ্জয়, সজিব, স্বপন ও আরও অনেকে। সেট নির্মাণ করেছেন মুকিমুল আনোয়ার মুকিম এবং পোশাক ডিজাইনে সহযোগিতা করেছে এবি ফ্যাশন মেকার। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন। প্রতিবারের মতো এবারেও ছোটপর্দার বড় আকর্ষণ থাকবে ‘ইত্যাদি’ এবং যথারীতি দর্শকদের আনন্দ দেবে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
বাংলাদেশ সময় ০০৪৫, আগস্ট ২৮, ২০১১