ঢাকা: উন্নত চিকিৎসার জন্য নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ বুধবার সকাল ৭টার দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এর আগে ভোর পাঁচটায় তার যাওয়ার কথা ছিল।
হুমায়ূন আহমেদের সঙ্গে গেছেন স্ত্রী শাওন, দুই সন্তান নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মাস খানেক আগে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষার সময় হুমায়ূন আহমেদের অন্ত্রে (Colon) টিউমার ধরা পড়ে। জনপ্রিয় এই লেখকের শরীরের এ অংশের টিউমার এরই মধ্যে জটিল আকার ধারণ করেছে।
হুমায়ূন আহমেদ নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে ভর্তি হবেন।
উন্নত চিকিৎসার জন্য হুমায়ূন আহমেদকে প্রায় মাসখানেক আমেরিকা অবস্থান করতে হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ সময় ১২৪৭, সেপ্টেম্বর ১৪, ২০১১