ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

চিকিৎসা নিতে ঢাকা ছাড়লেন হুমায়ূন আহমেদ

বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, সেপ্টেম্বর ১৩, ২০১১

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য  নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ বুধবার সকাল ৭টার দিকে  যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এর আগে ভোর পাঁচটায় তার যাওয়ার কথা ছিল।

কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে চড়ে তিনি ঢাকা ছেড়ে যান।

হুমায়ূন আহমেদের সঙ্গে গেছেন স্ত্রী শাওন, দুই সন্তান নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।
 
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মাস খানেক আগে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষার সময় হুমায়ূন আহমেদের অন্ত্রে (Colon) টিউমার ধরা পড়ে। জনপ্রিয় এই লেখকের শরীরের এ অংশের টিউমার এরই মধ্যে জটিল আকার ধারণ করেছে।

হুমায়ূন আহমেদ নিউইয়র্কের মেমোরিয়াল  স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে ভর্তি হবেন।

উন্নত চিকিৎসার জন্য হুমায়ূন আহমেদকে প্রায় মাসখানেক আমেরিকা অবস্থান করতে হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় ১২৪৭, সেপ্টেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।