নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অন্ত্রে (Colon) জটিল টিউমার ধরা পড়েছে। এরই মধ্যে এটি ক্যান্সারে রূপ নিয়েছে।
মাস খানেক আগে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষার সময় হুমায়ূন আহমেদের অন্ত্রে (Colon) টিউমার ধরা পড়ে। এটি এরই মধ্যে ক্যান্সারে রূপ নিয়েছে। এর উন্নত চিকিৎসা নিতেই তিনি ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন। হুমায়ূন আহমেদের সঙ্গে আছেন স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই সন্তান নিষাদ হুমায়ূন ও নিনিদ হুমায়ূন। তিনি নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টারে ভর্তি হবেন।
সিঙ্গাপুরে স্বাস্থ্যপরীক্ষার কাগজপত্র হুমায়ূন আহমেদ ঢাকায় দেখিয়েছেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি (Oncology) ডিপার্টমেন্টের চেয়াম্যান প্রফেসর সারওয়ার আলমকে। বাংলানিউজ তার কাছে জানতে চায়, লেখকের শারীরিক অবস্থা এখন কোন পর্যায়ে?
জবাবে প্রফেসার সারওয়ার আলম বলেন, ‘হুমায়ূন আহমেদের স্বাস্থ্যপরীক্ষার কাগজপত্র দেখে বুঝতে পেরেছি তার কোলন ক্যান্সার এখন অনেকটা অ্যাডভান্সড পর্যায়ে পৌঁছে গেছে। কোলনের তিন জায়গায় ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এমনকি লিভারেও এটি সংক্রমিত হয়েছে। ’
তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে কোলন ক্যান্সার খুব একটা বিপজ্জনক নয়। তবে হুমায়ূন আহমেদের কোলন ক্যান্সার প্রাথমিক স্তর অতিক্রম করেছে। তবে যুক্তরাষ্ট্রে উন্নততর পরীক্ষা-নিরিক্ষা ও সর্বাধুনিক চিকিৎসায় এটি থেকে আরোগ্য লাভ অসম্ভব নয়। এজন্য তাকে বহুবার কেমোথেরাপি ও লেজারথেরাপি নিতে হতে পারে। কোলন ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল। ’
প্রফেসর সারওয়ার আলম আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তার অবস্থাও ছিল অ্যাডভান্সড পর্যায়ে। একাধিক সার্জারি ও অসংখ্য থেরাপি নেওয়ার মাধ্যমে তিনি ক্যান্সারমুক্ত হয়ে দুই বছর বেঁচে ছিলেন। ’
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘন্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১১