ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

আজিজুল হাকিম পরিচালিত ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা রাত’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, সেপ্টেম্বর ১৭, ২০১১

জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম পরিচালিত ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা রাত’-এর প্রচার শুরু হচ্ছে চ্যানেল আইতে ১৯ সেপ্টেম্বর সোমবার থেকে। জিনাত হাকিম রচিত এ ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আফরোজা বানু, সিরাজ হায়দার, আজিজুল হাকিম, ইলোরা গওহর, লুৎফর রহমান জর্জ, সোহেল আরমান, গোলাম ফরিদা ছন্দা, শাহেদ শরীফ খান, বিদ্যা সিন্হা মীম, আব্দুল হালিম আজিজ, শাহানা রহমান গীতা, কিবরিয়া তানভীর, নাযাহ্ রাইদাহ্ হাকিম প্রমুখ।



ব্যস্ত নাগরিক জীবনে মধ্যবিত্ত-উচ্চবিত্ত বা নিন্মবিত্তের পরিবারে চলে নানা টানা-পোড়েন। সুখ যেন, সোনার হরিণ হয়েই থাকে সকলের কাছে। স্বস্তিটুকুও যেন, জীবন থেকে হারিয়ে যেতে বসেছে কারো কারো। জীবনের প্রতিটি ক্ষেত্রেই ঘটে চলে নানা গল্পের ঘনঘটা। চাওয়া আর পাওয়ার বিস্তার ফারাক যেন, ক্রমেই অস্থির করে তোলে প্রতিনিয়ত। এভাবেই ‘সকাল সন্ধ্যা রাত’ পেড়িয়ে আবারও ওঠে ভোরের সূর্য। আবারও সন্ধ্যার আস্তাচল। তারপর কালো রাত। কিন্তু তারপরও ফিরে আসে রংঝলমলে সোনালী সকাল। সকলের প্রত্যাশিত এমনই দিনের গল্প, স্বপ্নময় কিছু মানুষের গল্প ‘সকাল সন্ধ্যা রাত’।  

চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে প্রতি সোমবার রাত ৭টা ৫০ মিনিটে।

বাংলাদেশ সময় ১৮৫০, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।