ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

লেডি’তে গরমের থ্রি-পিস

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৭, মে ৮, ২০১৩
লেডি’তে গরমের থ্রি-পিস

ফ্যাশন হাউস লেডি এনেছে নতুন ডিজাইনের গরম উপযোগি থ্রি-পিস। দেশীয় কাপড়ে তৈরি এসব থ্রিপিসে প্রাধান্য দেয়া হয়েছে সাদাসহ বিভিন্ন রং।

প্রতিটি থ্রি-পিসে করা হয়েছে হাতের কাজ, স্কিন প্রিন্ট, অ্যাম্বয়ডারি ও কারচুপির কাজ। তবে লেডির গরমের থ্রি-পিসগুলো ঋতুর উপযোগি করে তৈরি করা হয়েছে। লেডির প্রতিটি পোশাক করা হয় পাঁচটি ভিন্ন ভিন্ন সাইজে।

সামার কালেকশন নিয়ে লেডি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন বাংলানিউজকে বলেন, আমরা সবসময় আমাদের ক্রেতাদের চাহিদাকে মাথায় রেখে থ্রি-পিস তৈরি করি। গরমেও সেই বিষয়টি মাথায় রাখা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।