ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

নগরদোলায় সামার সেল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০০, মে ১৩, ২০১৩
নগরদোলায় সামার সেল

নাগরিক কোলাহলে এই গ্রীষ্মের তীব্র গরমে সবারই চাই স্বস্তি এবং সেই সাথে চাই আরামদায়ক পোশাক। নগরদোলা ক্রেতাসাধারনদের মাঝে আরামের ছোঁয়া ছড়িয়ে দিতে আয়োজন করেছে ‘সামার সেল’।

এ আয়োজনের মধ্যে রয়েছে মেয়েদের সালোয়ার কামিজ, শাড়ি, কুর্তি ও ফতুয়া,  ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টিশার্ট ও পোলো শাটর্, বা”চাদের সালোয়ার কামিজ, ফতুয়া ও  পাঞ্জাবি। এছাড়াও হাউজহোল্ড, জুয়েলারি ও অন্যান্য প্রোডাক্টও ‘সামার সেল’ এর আওতায় রয়েছে।

অতিরিক্ত আকর্ষণ নগরদোলার মেয়েদের পোশাক ‘ত্রয়ী’ তেও এই ছাড় দেওয়া হয়েছে। ‘সামার সেল’ ছাড় দেওয়া হয়েছে ২০% থেকে ৬০% পর্যন্ত। ‘সামার সেল’ এর এই সুযোগ চলবে ১৫ মে থেকে ৩১ মে পর্যন্ত।

এ আয়োজন শুধুমাত্র নগরদোলার ধানমন্ডি সোবহানবাগ ও বনানী শাখায় চলবে। নগরদোলার পণ্য সম্ভার সকল ক্রেতাসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন।

মোবাইল: ০১৭৫৭১১১৭৭৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।