ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

নববধূটি কী চায়?

মহিউদ্দীন আহমেদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১

সম্প্রতি আমার বেশ কয়েকজন বন্ধু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। শুভ কামনা জানিয়ে আমি তাদেরকে কিছু টিপস দিয়েছি।

ইতিমধ্যে আরো যারা বিয়ে করে ফেলেছেন বা শীঘ্রই করবেন, তাদের জন্য টিপসগুলো আর একবার দেওয়া হলো।

বি পজিটিভ

নিজের জীবন থেকে নেগেটিভিটি ঝেড়ে ফেলুন। পুরোপুরি হ্যাঁ বোধক মানুষ হয়ে যান। সব সময় আপনার জীবনসঙ্গিনীর মন জুগিয়ে চলার চেষ্টা করুন। এমন কিছু করবেন না যাতে তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন।

বদলে ফেলুন নিজেকে

প্রধান প্রধান বাজে অভ্যাসগুলো যেমন ধুমপান, নাক ডেকে ঘুমানো, শব্দ করে চা খাওয়া, দেরিতে ঘুম থেকে ওঠা, খেতে বসে বাছাবাছি করা ইত্যাদি ত্যাগ করুন। নববধূর পছন্দ মাফিক হেয়ার কাট দিন এবং পোশাকের রং নির্বাচন করুন। নিজের এই বদলে যাওয়ার ব্যাপারটি নববধূর কানে কানে বলেও দিন এক ফাঁকে।  

উপহার দিন প্রতিদিন

নববধূকে প্রতিদিন কোনো না কোনো উপহার দেওয়ার চেষ্টা করুন। ভালোবেসে যা দেবেন তাই হবে শ্রেষ্ঠ উপহার। এক্ষেত্রে একটি গোলাপ কিংবা একটি ঘাসফুলও অনেক মূল্যবান উপহার হতে পারে।  

বেড়াতে যান

বিয়ের পরপর দু’জনের মতামতের ভিত্তিতে মধূ চন্দ্রিমায় চলে যান। যা একে অপরের কাছাকাছি আসতে সাহায্য করবে।  

ভাবুন আপনি একজন সুখী মানুষ

শপিংমলে গিয়ে সব সময় ফুরফুরে মেজাজে স্ত্রীর পাশে থাকুন। তার কোনো কিছু পছন্দ হওয়ামাত্র বিল দিতে কার্পন্য করবেন না। সব সময় ভাবুন, আপনি একজন সুখী মানুষ, স্ত্রীর কারণে আপনার নবোদয় ঘটেছে।

উপসংহার

এই সহজ দায়িত্বগুলো পালন করতে পারলে আপনার দাম্পত্য জীবন হয়ে উঠবে অনেক অনেক মধুময়!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।