ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ক্লাচ ব্যাগ

প্রীতি ওয়ারেছা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১১
ক্লাচ ব্যাগ

পার্টি অ্যাক্সেসরিজ হিসাবে ক্লাচ ব্যাগ এর কোন বিকল্প নেই। শুধু পার্টি-ই না ট্রেন্ডি মেয়েরা এটি ফ্যাশন অনুসঙ্গ হিসাবে হরহামেশাই ব্যবহার করছে।

এটি ফ্যাশনেবল, হালকা, ম্যানেজ করা সহজ এবং সব ড্রেসের সাথে মানানসই। এতো সুবিধার জন্যই ফ্যাশন সচেতন মেয়েরা ক্লাচ ব্যাগকে ফ্যাশন অনুষঙ্গ হিসাবে বেছে নিয়েছে।

ক্লাচ ব্যাগ সব পরিবেশের সাথে মানিয়ে যায়। নানা রকম ফেব্রিক্সের সাথে ভিন্ন ভিন্ন উপাদানের সমন্বয়ে অনন্য ডিজাইনের ক্লাচ ব্যাগ আজকাল বাজারে পাওয়া যায়। ক্লাচ ব্যাগের আরও একটা গুরুত্বপূর্ন সৌন্দর্য্য হল এর আকৃতিগত বৈচিত্র। ক্লাচ ব্যাগে সাধারনত সাটিন, সিনথেটিক, লেদার এবং গার্মেন্টস্ ফেব্রিক ব্যবহার হয়ে থাকে। এর সাথে পুতি, স্টোন, গ্লাস, পার্ল, এমনকি ডায়মন্ডের ব্যবহার ও হয়ে থাকে। ফ্যাশন সচেতন মেয়েরা যে কোন ব্যাগের দোকানে গিয়ে পেয়ে যেতে পারেন পছন্দসই ক্লাচ ব্যাগ।

আমাদের দেশে যে সব ক্লাচ ব্যাগ পাওয়া যায় তার বেশির ভাগ বর্হিবিশ্ব থেকে আমদানি করা। তবে দেশিয় কিছু ফ্যাশন হাউজ একেবারে দেশজ উপাদানে তৈরি করছে ক্লাচ ব্যাগ যা সমাদৃত সব মেয়ের কাছে।

পোশাকের রঙের সাথে মিলিয়ে সবাই ব্যবহার করছেন ক্লাচ ব্যাগ। যারা একটু বৈচিত্রপ্রিয় তারা একটু ঢুঁ দিয়ে আসুন না দেশিয় ফ্যাশন হাউজগুলোতে। ক্লাচ ব্যাগ আপনাকে স্বাতন্ত্র করে তুলবে যে কোন পরিবেশে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।