ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

অনিয়ন্ত্রিত জীবনযাপনে ক্যান্সার!

জনি সাহা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১
অনিয়ন্ত্রিত জীবনযাপনে ক্যান্সার!



যুক্তরাষ্ট্রে প্রতি বছর  ১ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। ধূমপান, খাদ্যাভাস এবং মদ্যপান প্রধান কারন।


সম্প্রতি ক্যান্সার রিপোর্ট জার্নাল এর এক গবেষণায় এই ভয়াবহ তথ্য পাওয়া গেছে।

তামাক গ্রহণ এর মধ্যে প্রধান কারন হিসেবে উল্ল্যেখ করা হয়। যুক্তরাষ্ট্রের ক্যান্সার রিসার্সের এক প্রতিবেদনে বলা হয়, ধূমপানের কারনে পুরুষদের ২৩ শতাংশ এবং নারীদের ১৫.৬ শতাংশ ক্যান্সারে আক্রান্ত হয়।

ধুমপানের ফলে পুরুষদের মধ্যে দেখা দেয় ভিটামিনের অভাব আর মহিলাদের ওজন অতিরিক্ত বেড়ে যায়।

গবেষক অধ্যাপক ম্যার্কার পার্কিন বলেন, “অনেকে মনে করেন ক্যান্সার মানুষের ভাগ্যে লেখা থাকে বা জিনের কারনে হয় যা থেকে রক্ষা পাওয়ার উপায় নেই, তবে এসব ভাবনার আসলে তেমন ভিত্তি নেই”।

এটা পরিষ্কার যে আমরা যদি আমাদের অভ্যাসগুলো পরিবর্তন করি তাহলে ক্যান্সার থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব বলেও উল্লেখ করেন  ম্যার্কার পার্কিন ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।