সারা বছর শুধু কর্মকর্তারাই ফরমাল ব্লেজার পরেন। তবে শীতে ছাত্র থেকে ব্যবসায়ী আর শিক্ষক থেকে কর্মজীবী সবাই ব্লেজার পরেন।
ঘন কুয়াশায় যখন চার দিক ঢেকে থাকে, তখনও সবাইকে ছুটতে হয় নিজ নিজ কাজে। আর শীতের হাত থেকে নিজেকে রক্ষা করতে আমাদের ভারী কাপড় পরতে হয়। শুধু শীত নিবারনের জন্যই এখন পোশাকের ব্যবহার হচ্ছে না সঙ্গে ফ্যাশনও অক্ষুন্ন থাকে এমন পোশাকই চাচ্ছেন তরুণরা।
অফিস অথবা শিক্ষা প্রতিষ্ঠানে সবাই চায় নিজেকে আকর্ষনীয় করে উপস্থাপন করতে। এ সময়ের ফ্যাশন সচেতন তরুণরা তাই বেছে নিচ্ছেন ব্লেজার কাটের হালকা জ্যাকেট। এগুলো দেখতে রুচিশীল, বিভিন্ন রঙ-এ পাওয়া যায়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই ব্লেজারগুলো জিন্স টি-শার্টের সঙ্গে এবং ফরমাল পোশাক হিসেবেও দিব্যি মানিয়ে যায়।
শুধু কর্মক্ষেত্র নয়, যে কোনো অনুষ্ঠানে স্বচ্ছন্দে ব্যবহার করা যায় এই ব্লেজার। এগুলোর দামও হাতের নাগালে ১০০০ থেকে ১২০০ টাকা।
ফ্যাশনেবল ব্লেজারগুলো রাজধানীর বসুন্ধরা সিটি, নিউ মার্কেটসহ সারা দেশে প্রায় সব শপিংসেন্টারেই পাওয়া যায় ।
মডেল: রিগাল/শাকিল
পোশাক: বালুচরী, আজিজ সুপার মার্কেট
ছবি: নয়ন কুমার