নানা আয়োজেনের মধ্য দিয়ে বুধবার জয়পুরহাটে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী আদিবাসীদের বাংলাদেশ মুন্ডা সম্মেলন।
আদিবাসীদের ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়্।
জয়পুরহাটে জয়পুর রাজবাড়ী দেবপাল আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় আদিবাসী নওগাঁর সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ সরেন।
সম্মেলনে এসে অতিথিরা বলেন, বাংলাদেশ একটি জাতি সমৃদ্ধির দেশ। এখানে অনেক জাতি বাস এক সাথে সম্প্রিতির মধ্যে বাস করে মুন্ডা সম্মেলন তার প্রকৃত উদাহরন।