আবহমান বাংলার ঐতিহ্যবাহী বুনন শিল্প, জামদানি শিল্প। বর্তমান সময়ে জামদানি শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ এবং গৃহসজ্জার পর্দা, কুশন ইত্যাদিতে ব্যবহৃত হচ্ছে জামদানি মোটিফ ঐতিহ্যের কারণে এর বহুমুখী ব্যবহার হচ্ছে।
৬ জানুয়ারি শুক্রবার চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও বাংলাদেশে প্রাকৃতিক রঙের পথিকৃৎ রুবি গজনবী প্রর্দর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে শিল্পী কাইয়ুম চৌধুরী, রুবি গজনবী, চন্দ্রশেখর সাহা, অঞ্জন’স এর শীর্ষ নির্বাহী শাহিন আহম্মেদ জামদানি শিল্পের অতীত, বর্তমান তুলে ধরেন। এই সময় অঞ্জন’স এর ক্রেতা ও শুভানুধ্যারীরা উপ¯ি’ত ছিলেন।
রূপগঞ্জের তাঁতীদের ডিজাইনের শাড়ি দিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। বিভিন্ন রঙের (৪০০০-৬০,০০০) টাকা পর্যন্ত মূল্যের জামদানি শাড়ি রয়েছে এই আয়োজনে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত অঞ্জন’স এর বনানী শাখায় এই বিপনন প্রর্দশনী চলবে।