ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ক্যাফে ম্যাংগো

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
ক্যাফে ম্যাংগো

পুরান ঢাকার র‌্যাংকিন স্ট্রিট রোডে প্রাণবন্ত  তরুণদের আড্ডার জন্য গত শুক্রবার যাত্রা শুরু করেছে ক্যাফে ম্যাংগো। ঐতিহ্যবাহী রিকশাচিত্র তুলে ধরা হয়েছে রেস্টুরেন্টের ইন্টেরিয়রে।

এখানে খাবারের মেন্যুতে শুধু কফিই থাকছে আট পদের। আর চায়ের পদ নয়টি। এ ছাড়া আছে স্যুপ, বিভিন্ন ধরনের পাওয়ার মিল, ব্রেকফাস্ট, কুকিজ, ডেজার্ট প্রভৃতি। পাশাপাশি থাকছে চিকেনের কন্টিনেন্টাল খাবার, বিফ স্টেক, সি ফুড, রাইস মিলিয়ে আরও নতুন গোটা ত্রিশেক পদ। আপনি অর্ডার দিলে তবেই খাবার রান্না করা হবে।

ফ্যাশন ব্রান্ড মেনজ ক্লাবের প্রধান নির্বাহী মাহমুদুল হেলাল জানান, ওয়ারির এই শাখাটি ফ্যাশন ব্র্যান্ড মেনজ ক্লাব ও ক্যাফে ম্যাংগো যৌথভাবে পরিচালনা করবে।   নিরিবিলি খাওয়ার সঙ্গে আড্ডার সুযোগ এখানে মিলবে সকাল ১০টা থেকে রাত ১০টা অবধি।

জমিয়ে আড্ডা দিতে যেকোনো দিন সবান্ধব ঘুরে আসুন ক্যাফে ম্যংগো।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।