সাতটি রঙে, সাতটি স্তরে, সাঁই যে খেলা করছেন ঘরে- মানবদেহের সাত স্তরে রঙধনুর সাত রঙ, দেহতত্ত্বের এমন ভাবনার ওপর ভর করে পুরো যাত্রা এবার সেজেছে ঈদ উৎসবে।
যাত্রার এবারের রেঞ্জ-দেহতত্ত্ব।
স্তর কিংবা চক্রের নামের সাথে মিল রেখেই ডিজাইনে সাতটি রঙের অনুপ্রবেশ; যেমনঃ মূলাধারা-লাল, স্বধিস্তানা- কমলা, মনিপুরা- হলুদ, আনাহাতা-সবুজ, বিশুদ্ধা-নীল, আজনা-ধূম্রনীল, সহস্রারা-বেগুনি। যাত্রার ডিজাইনে কাপড়ের ক্ষেত্রে দেশি তাঁতের কাপড় এবং মিডিয়ার ক্ষেত্রে টাই-ডাই বিশেষ প্রাধান্য পেয়েছে।
যাত্রার এই আয়োজনের মূলপরিকল্পনা করেছেন আনুশেহ আনাদিল।