আমরা কি জানি, প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়? পরিসংখ্যানটি আসলেই ভয়াবহ। আমাদের দেশে ক্যান্সারে যতো নারীর মৃত্যু হয় তার দ্বিতীয় কারণ ব্রেস্ট ক্যান্সার নামের নীরব ঘাতক!!
বিশ্বব্যাপী পুরো অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা মাস হিসেবে গ্রহণ করা হয়েছে।
ব্রেস্ট ক্যানসার বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের জানান। এসব প্রশ্নের উত্তর দেবেন এ্যাপোলোর বিশেষজ্ঞ ডাক্তাররা।
নাম এবং ফোন নম্বর উল্লেখ করে প্রশ্ন পাঠাতে হবে।
facebook: Life Style @banglanews24.com
E-mail: lifestyle.bn24@gmail.com