ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

‘শ্রদ্ধা’য় ঈদ আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৩
‘শ্রদ্ধা’য় ঈদ আয়োজন

ঈদ মানেই বাড়ির ছোট-বড় সবার জন্য বিশেষ নতুন পোশাক। এই সময়ে বাংলাদেশের ফ্যাশন ভুবন আন্দোলিত হয় নব আনন্দে, পোশাকের আয়োজনে আসে নব নব সংযোজন।

কিন্তু এই সময়ে উজ্জ্বল রঙিন বাহারি পোশাকের মধ্যে বাড়ির শ্রদ্ধাভাজন প্রিয়জনদের পোশাক বাছাইয়ে অনেক হিমসিম খেতে হয়। তাই শ্রদ্ধাভাজন প্রিয়জনকে প্রতিদিন সুখী করার কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের প্রত্যাশায় ‘রঙ’ এই সময়ে এসে যে উদ্যোগটি গ্রহণ করেছে তার নাম ‘শ্রদ্ধা’। যা প্রবীনদের জন্য বাংলাদেশের প্রথম ফ্যাশন হাউজ।

শ্রদ্ধায় ঈদের বিশেষ আয়োজনের পোশাকগুলোতে অফহোয়াইট, সাদা রং, ধূসরসহ অনেক অফটোনের রং-এর পাশাপাশি উৎসব হিসেবে লাল-সাদা, হলুদ, নীল, বেগুনী, মেজেন্ডা প্রভৃতি হালকা রংও ব্যবহার করা হয়েছে। বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটার কী কী লাগতে পারে, তা খুঁজে খুঁজে এনে শ্রদ্ধা’য় সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও শ্রদ্ধার প্রতিটি সামগ্রীতে গুরত্ব দেয়া হয়েছে আরামকে।

 ‘শ্রদ্ধা’য় প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য পোশাক ছাড়াও টুপি, জায়নামাজ, তসবিসহ, ছড়ি, গানের সিডি আরো রয়েছে ম্যাচিং ওড়না, শাল, ধুতি, বিছানার চাদর এবং প্রয়োজনীয় টুকিটাকি সব কিছূ।

তাই এই ঈদে শ্রদ্ধাভাজন ব্যক্তিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে একবার ঘুরে আসতে পারেন-‘শ্রদ্ধা’য়।

ঠিকানা: বাংলাদেশ-ইউ.এ.ই. মৈত্রী শপিং কমপ্লেক্স, ২য় তলা, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা, ফোন-৯৮২০১৯৭।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।