ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

এ্যাপোলো ওয়ান স্টপ ডায়াবেটিস ক্লিনিক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৩
এ্যাপোলো ওয়ান স্টপ ডায়াবেটিস ক্লিনিক

 ডায়াবেটিস একটি মারাত্মক রোগ। এই রোগ হলে আমাদের জীবন যাপনে এবং খাদ্যাভ্যাসে আনতে হয় অনেক পরিবর্তন।

সেই সঙ্গে প্রয়োজন নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।

তবে ডায়াবেটিস সঠিক সময়ে ধরা পড়লে এবং সুচিকিৎসা পেলে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

রোগটির চিকিৎসা এবং সচেতনতা তৈরির জন্য এ্যাপোলো হাসপাতাল সম্প্রতি ওয়ান স্টপ ডায়াবেটিস ক্লিনিক চালু করেছে।

উদ্বধোনী অনুষ্ঠানে এ্যাপোলো হসপিটালস ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডাঃ শাগুফা আনোয়ার, স্ট্রাট্র্যাজি এক্সিকিউশন ডিরেক্টর জনাব রঞ্জন ডি সিলভা, এ্যাপোলো ডায়াবেটিস ক্লিনিকের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আব্দুল মান্নান সরকার, কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ তামজীদ আহমেদ  এবং চিফ নার্সিং অফিসার মিস রঞ্জনা উইলিয়ামসসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালটেন্ট উপস্থিত ছিলেন।

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।